‘সবকিছুই আমার চেষ্টা আর আল্লাহর সহায়তা’
২০ আগস্ট ২০১৯ ১৩:২৭
দীর্ঘদিন পর জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন জহুরুল ইসলাম অমি। এর আগে ঘরোয়া লিগে দারুণ পারফরম্যান্সের কারণে ডাক পান বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। ব্যাঙ্গালুরুতে ‘এ’ দলের হয়েও দারুণ পারফর্ম করেন তিনি। আর এতেই খুলে যায় অমির ভাগ্য। দীর্ঘদিন পর ডাক পড়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে।
জাতীয় দলে ফেরার পর সাংবাদিকদের সাথে কথা বলেন অমি। প্রশ্ন করা হয় কতটা মিস করতেন জাতীয় দলের ক্যাম্প? প্রশ্নের জবাবে অমি বলেন, ‘অনেকদিন পর প্রাথমিক দলে জায়গা পেলাম। আসলে সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলার। এই লক্ষ্য নিয়ে প্রতি বছর সব কিছু নতুন করে শুরু করি। এই বছর প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করেছি বলে ‘এ’ দলে ডাক পেয়েছি। আবার ‘এ’ দলেও ভালো করেছি ব্যাঙ্গালুরুতে। আর তারপর প্রাথমিক স্কোয়াডে জায়গা পেলাম। এখন সব কিছুই আমার চেষ্টা এবং আল্লাহর সহায়তার উপর।’
জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে। আর এই টেস্টেই বেশ অখুশি জাতীয় দলের ফিটনেস ট্রেনার। বেশিরভাগ ক্রিকেটারেরই ফিটনেস মন ভরাতে পারেনি তার। আর ক্রিকেটারদের ফিটনেস নিয়েও কথা বলেন অমি। তিনি বলেন, ‘আমি প্রতিনিয়ত চেষ্টা করছি নিজের টেকনিক উন্নতি করার এবং ফিটনেস নিয়ে কাজ করার। আসলে সবাই ঈদের ছুটিতে ছিল। আর লম্বা বিরতির কারণেই প্রথম দিকে ফিটনেসে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। তবে আমার বিশ্বাস সবাই খুব ফিট। পাঁচ ছয়দিন পর ঠিক হয়ে যাবে।’
জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল বিশ্রাম নিচ্ছেন আপাতত। তাই তো যোগ দেননি এবারের ক্যাম্পে। খেলবেন না আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। আর এই সুযোগই কাজে লাগাতে চান বাকি ব্যাটসম্যানরা। এই বিষয়ে অমি বলেন, ‘তামিম অনেক বড় মানের ক্রিকেটার। ওর জায়গা পূরণ করাটা কঠিন। তবে তারপরেও একটা সুযোগ আছে আমাদের, মানে সাদমান, ইমরুল, আমার আর সৌম্যর। টেস্ট ক্রিকেটটা ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট। এখানে ভালো পারফর্ম করলে সব ফরম্যাটেই পারফর্ম করা সহজ। আমি বলব যেহেতু তামিম নেই তাই যারা সুযোগ পাবে তাদের জন্য এটি অনেক বড় সুযোগ।’
অনুশীলন ক্যাম্পে ডাক মিলেছে অর্থাৎ বিসিবির নির্বাচকদের সুনজরে আছেন তিনি। আর তাই তো নিজের খুশি প্রকাশ করলেন অমি। বললেন, ‘অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছি এটার জন্য আমি খুশি। আমার ব্যাচের যারা আছেন তারাও বেশ খুশি হবে। কেননা কোনো সময় আশাহত হওয়া যাবে না। বয়স কোনো বিষয় না। যদি আপনি ফিটনেস ধরে রাখেন, পারফর্মও করেন তাহলে বয়স বাধা হয় না।’
এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আসলে ক্রিকেটটা ৩০ বছর পার হলেই বেশি ভালো বোঝা যায়। আমাদের ঘাটতি হলো আমরা ফিটনেস নিয়ে কাজ করি না, এই কারণে আমাদের পারফরম্যান্স ভালো হয় না। পারফরম্যান্স ভালো হলেও এই পর্যায়ে এসে ফিটনেস ধরে রাখতে পারি না। আমি আশা করব ত্রিশের বেশি কেন চল্লিশ পেরুলেও যেন খেলতে পারে প্লেয়াররা এই ধরনের ফিটনেস যেন থাকে।’
জাতীয় দল এবং বয়সভিত্তিক দলের মোট ৩৫ সদস্যকে নিয়ে ১৯ আগস্ট শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। সাকিব আল হাসান আর তামিম ইকবাল ছাড়া যোগ দিয়েছেন জাতীয় দলের নিয়মিত সকল ক্রিকেটাররাই। মঙ্গলবার (২০ আগস্ট) অনুশীলন ক্যাম্পের দ্বিতীয় দিনেই এসব বলেন জহুরুল ইসলাম অমি।
আরও পড়ুন: উইলিয়ামসন, ধনাঞ্জয়ার বোলিং অ্যাকশনে সন্দেহ আইসিসির