Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগার ম্যাচ দিয়ে মৌসুম শুরু রিয়ালের


১৭ আগস্ট ২০১৯ ১৮:৪৫

স্প্যানিশ লা লিগার মৌসুম শুরু হয়েছে বার্সেলোনা এবং অ্যাতলেটিক ক্লাব বিলবাওয়ের মধ্যকার ম্যাচ দিয়ে। আর শনিবার (১৭ আগস্ট) রাত নয়টায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের।

সেল্টা ভিগোর বিপক্ষে শেষ তিন ম্যাচের সব ক’টিতে জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। গেল মৌসুমের হতাশা ভুলে নতুন করে সব শুরু করতে মরিয়া জিনেদিন জিদানের দল। আর তাই তো দল বদলের মৌসুমে দলে ভিড়িয়েছেন বেশ কয়েকজন তরুণ সেনা।

বিজ্ঞাপন

চেলসি থেকে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে যোগ দিয়েছেন এডেন হ্যাজার্ড, মার্সেলোকে টেক্কা দিতে আনা হয়েছে ফারল্যান্ড মেন্ডিকে, আর তার সাথে যুক্ত হয়েছেন তরুন ব্রাজিলিয়ান রক্ষণভাগের ফুটবলার এডার মিলিতাও। সাথে আরও যুক্ত হয়েছেন স্ট্রাইকার লুকা জোভিচও।

তবে ইনজুরির কারণে প্রথম ম্যাচে থাকছেন না এডেন হ্যাজার্ড আর ফারল্যান্ড মেন্ডি। সেল্টার ঘরের মাঠ অ্যাবকন বালাইদসে মুখোমুখি হবে দুই দল। গেল মৌসুমে এই স্টেডিয়ামেই ৪-২ গোলের ব্যবধানে জিতেছিল লস ব্ল্যাঙ্কোসরা।

সেই সুখস্মৃতি নিয়েই রাতে মাঠে নামবে রিয়াল। ম্যাচটি ফেইসবুক লাইভের মাধ্যমে সরাসরি দেখা যাবে।

আরও পড়ুন: ইপিএলে মুখোমুখি স্পার্স-ম্যানচেস্টার সিটি

মৌসুম শুরু রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ-সেল্টা ভিগো স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর