Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইপিএলে মুখোমুখি স্পার্স-ম্যানচেস্টার সিটি


১৭ আগস্ট ২০১৯ ১৮:৩৪

ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় সপ্তাহের ম্যাচ শুরু হয়েছে শনিবার (১৭ আগস্ট) থেকে। আর দ্বিতীয় সপ্তাহেই মুখোমুখি দুই জায়ান্ট টটেনহ্যাম হটস্পার্স আর বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি।

বর্তমান শিরোপাধারীরা আমন্ত্রণ জানাবে চ্যাম্পিয়ন্স লিগের রানার আপ দল টটেনহ্যামকে। ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে রাত সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা সৃষ্টি হয়েছে। বর্তমান সময়ে দারুণ পারফর্ম করছে স্পার্স আর পেপ গার্দিওয়ালার স্পর্শে তো বদলে গেছে সিটিজেনরা।

বিজ্ঞাপন

নিজেদের শেষ চার ম্যাচের সব ক’টিতেই জিতেছে গার্দিওয়ালার দল। প্রিমিয়ার লিগে স্পার্স সিটিজেনদের বিপক্ষে শেষ জয়ের দেখা পেয়েছিল ২০১৬ সালে। এরপর পাঁচবার ইংলিশ প্রিমিয়ার লিগে দুই দলের দেখা হলেও একবারও জিততে পারেনি টটেনহ্যাম।

দু’দলের শেষ পাঁচ দেখায় সিটির চার জয়ের বিপরীতে স্পার্সের জয় কেবল এক ম্যাচে। আর সেই এক জয়ও এসেছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে। যদিও ফিরতি লেগ ৪-৩ ব্যবধানে জিতেও এওয়ে গোলে হেরে বাদ পড়তে হয়েছিল সিটিজেনদের।

প্রিমিয়ার লিগে উভয় দলই এক ম্যাচ করে খেলে জয় পেয়েছে। আর নিজেদের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হচ্ছে এই দুই দল।

আরও পড়ুন: ইনজুরিতে মাঠের বাইরে সুয়ারেজ

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যান সিটি ম্যানচেস্টার সিটি-টটেনহ্যাম হট স্পার্স

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর