Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেভানডফস্কির জোড়া গোলেও পয়েন্ট খোয়াল বায়ার্ন


১৭ আগস্ট ২০১৯ ১৩:৫৩

জার্মান বুন্দেস লিগার ২০১৯-২০২০ মৌসুম মাঠে গড়িয়েছে শুক্রবার দিবাগতরাতে। বাংলাদেশ সময় ১৭ তারিখ রাত পৌনে একটায়। আর মৌসুমের উদ্বোধনী ম্যাচ ড্র করেই মৌসুম শুরু বাভারিয়ানদের।

হার্থা বার্লিনের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচেই হোঁচট খেতে হয়েছে বর্তমান শিরোপা ধারি বায়ার্ন মিউনিখকে। তবে ম্যাচের শুরু থেকেই নিজেদের সেরা খেলাটাই খেলতে থাকে নিকো কোভাচের শিষ্যরা। প্রায় ৭১ শতাংশ বল দখলে রেখেও জয় ছিনিয়ে নিতে পারেনি বাভারিয়ানরা। ম্যাচ শেষ হয় অমীমাংসিত ২-২ গোলে।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুতেই সার্জিওস গ্ন্যাবরির সহায়তায় বল জালে জড়ান রবার্ট লেভানডফস্কি। ২৪ মিনিটেই স্কোরবোর্ডে নাম উঠে যায় বাভারিয়ানদের। তবে হার্থা বার্লিনও ছেড়ে দেয়নি সহজে। ম্যাচের ৩৬ এবং ৩৮ মিনিটে পর পর দুই গোল করে ম্যাচে এগিয়ে যায় নবাগতরা।

৩৬ মিনিটে বার্লিনের হয়ে গোল করে দলকে সমতায় ফেরান দদি লুকেবাকি। আর এর ঠিক দুই মিনিট পরে ম্যাচের ৩৮ মিনিটে মিড ফিল্ডার মার্কো গ্রাজিচ গোল করে দলকে এগিয়ে নেন। তবে হিরো থেকে জিরো বনতে গ্রাজিচ সময় নিয়েছিলেন ২২ মিনিট। ম্যাচের ৬০ মিনিটে লেভানডফস্কি ডি বক্সের মধ্যে ফাউল করে পেনাল্টি উপহার দেন তিনিই।

পেনাল্টি স্পট থেকে গোল করতে ভুল করেননি বাভারিয়ান স্ট্রাইকার লেভানডফস্কি। ম্যাচে সমতায় ফিরে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বায়ার্ন। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা আর মেলেনি। শেষ পর্যন্ত ২-২ গোলে অমীমাংসিত থেকেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

বুন্দেস লিগায় শনিবার (১৭ আগস্ট) মাঠে নামছে বুরুশিয়া ডর্টমুন্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ডর্টমুন্ডের প্রতিপক্ষ আগাসবার্গ।

বিজ্ঞাপন

আরও পড়ুন: শেষ পর্যন্ত বায়ার্নেই পাড়ি জমালেন কুতিনহো

জার্মান বুন্দেস লিগা ড্র বায়ার্ন মিউনিখ- হার্থা বার্লিন বুন্দেস লিগা রবার্ট লেভানডফস্কি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর