Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেল রিয়ালেরই অংশ: জিদান


১৬ আগস্ট ২০১৯ ১৭:২৮

রিয়াল ছাড়ছেন গ্যারেথ বেল এক প্রকার নিশ্চিতই হয়ে গিয়েছিল। জিদান তো সাংবাদিক সম্মেলনে বলেই দিয়েছিলেন যত দ্রুত সে ক্লাব ছাড়বে ততই মঙ্গল। তবে শেষ পর্যন্ত আর রিয়াল ছাড়েননি বেল। এই মৌসুমটাও সাদা জার্সি গায়ে চড়িয়েই খেলতে দেখা যাবে তাকে।

সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে শনিবার (১৭ আগস্ট) রিয়ালের ২০১৯-২০২০ মৌসুম শুরু হবে। আর ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কিছু নিয়ে সব সংশয় দূর করলেন রিয়াল বস জিনেদিন জিদান। জানিয়েছেন বেল এই মৌসুমে রিয়ালেই থাকবে। আর সে রিয়ালের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই দলে খেলবেন।

বিজ্ঞাপন

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের কয়েকটিতেই বেলকে দেখা যায়নি রিয়ালের দলে। এ নিয়েই যত গুঞ্জন। রিয়াল ছাড়েছেন বেল আর জিদানের সাথে বনিবনা হচ্ছে না বেলের।

তবে শেষ পর্যন্ত জিদানের দলেই থাকছেন বেল এতথ্যও জানিয়েছেন জিদান নিজেই। জিদান বলেছেন, ‘বেল রিয়াল ছাড়ার দ্বারপ্রান্তে ছিল, তবে এখন সে মাদ্রিদেই থাকছে আর আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই থাকবে সে।’

বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে রিয়াল মাদ্রিদ বনাম সেল্টা ভিগোর মধ্যকার ম্যাচটি। সরাসরি দেখা যাবে ফেইসবুক লাইভে।

আরও পড়ুন: শিরোপা উদযাপনের সময় ইনজুরিতে পড়েছেন লিভারপুল গোলকিপার

গ্যারেথ বেল জিনেদিন জিদান রিয়াল মাদিদ-সেল্টা ভিগো রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর