Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মহত্যা করেছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান


১৬ আগস্ট ২০১৯ ১৩:১২

সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভিবি চন্দ্রশেখরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে চেন্নাইয়ে তার নিজ বাস ভবন থেকে। চেন্নাই পুলিশ জানিয়েছে আত্মহত্যা করেছেন তিনি। ৫৭ বছর বয়সী এই ভারতীয়র লাশ নিজ বাস ভবনের এক তলায় নিজের ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

তদন্ত কর্মকর্তা সেন্থিল মুরগান জানিয়েছেন বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করা হয়। চন্দ্রশেখর কোনো প্রকার চিঠি ছেড়ে যাননি। তার সহধর্মিনী পুলিশকে জানিয়েছেন, ‘চন্দ্রশেখর বেশ কিছুদিন ধরে দু:শ্চিন্তায় ছিলেন ব্যবসায় লোকসানের কারণে। তিনি ক্রিকেটে বিনিয়োগ করেছিলেন।’

বিজ্ঞাপন

চন্দ্রশেখর ১৯৮৭-৮৮ সালের দিকে ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে সাতটি ওডিআই ম্যাচ খেলেছেন। মারকুটে ব্যাটসম্যান হিসেবে বেশ নাম ডাক ছিল তার।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। আইপিএলের চেন্নাই সুপার কিংস দলের সাথেও যুক্ত ছিলেন চন্দ্রশেখর। এছাড়াও তামিল নাডু প্রিমিয়ার লিগের একটি দলের মালিক ছিলেন তিনি, আর সেই সাথে নিজেরই ছিল একটি ক্রিকেট একাডেমি।

আর ক্রিকেটীয় এসব ক্ষেত্রেই লোকসান গুনছিলেন চন্দ্রশেখর। দু:শ্চিন্তায় ছিলেন এসব নিয়েই জানিয়েছেন চন্দ্রশেখরের সহধর্মীনি। আর এই দু:শ্চিন্তা থেকেই শেষ পর্যন্ত আত্মহত্যার পথই বেছে নিয়েছিলেন তিনি।

আত্মহত্যা করেছেন ভিবি চন্দ্রশেখর সাবেক ভারতীয় ব্যাটসম্যান