মাত্র ১০ বছরে ২০ হাজার রানের রেকর্ড কোহলির!
১৫ আগস্ট ২০১৯ ১৮:৩৫ | আপডেট: ১৫ আগস্ট ২০১৯ ১৮:৪৮
টি-টুয়েন্টি সিরিজে ধবল ধোলাইয়ের পর ওয়ানডে সিরিজও জিতেছে ভারত। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ক্যারিয়ারের ৪৩তম সেঞ্চুরি তুলে নিয়ে এক অনবদ্য রেকর্ডও গড়েছেন টেন্ডুলকারের এই উত্তরসূরি। বিশ্বকাপে রানের দেখা পেলেও সেঞ্চুরি আদায় করে নিতে পারেননি একটিও। বিশ্বকাপের পরে যেন ব্যাটটাকে হাসালেন। অস্ত্র হিসেবে ব্যবহার করে কিছু রেকর্ডেও নাম লেখালেন।
প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ বছরে ২০ হাজার রানের মাইল ফলক টপকে যান তিনি। ২০১০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ইতোমধ্যেই ২০,০০৩ রান করে ফেলেছেন তিনি। এর আগে কোনো ব্যাটসম্যান এই মাইল ফলক ছুঁতে পারেননি। সবচেয়ে কাছে ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং (১৮৯৬২ রান)। রেকর্ড ভাঙা-গড়ার খেলায় বিরাট যেন এক অনন্য ব্যক্তিত্য। ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জিতিয়ে ২০০৮ সালে তিনি প্রথম ভারতীয় দলে আসেন কোহলি।
৯- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলির করা নয়টি শতক। কোনো দলের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড তার সাবেক সতীর্থ ব্যাটিং লিজেন্ড টেন্ডুলকারের ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে শচীনের ৯টি সেঞ্চুরি আছে। সেই রেকর্ড ছুলেন কোহলি। আটটি করে সেঞ্চুরি আছে কোহলির আরও দুটি দলের বিপক্ষে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। আর কোনো ব্যাটসম্যানেরই সাতটি ওপর সেঞ্চুরি নেই কোনো স্বতন্ত্র দলের বিপক্ষে।
৩৪- দুই যুগেরও বেশি সময় ধরে টিকে থাকা সেই রেকর্ডটা নিজের করে নিলেন কোহলি। মিয়াঁদাদের করা ১৯৩০ রানের সর্বোচ্চ রানের রেকর্ডটা ভেঙেছেন কোহলি মাত্র ৩৪ ইনিংসেই। যেখানে মিয়াঁদাদ নিয়েছিলেন ৬৪ ইনিংস! অর্ধেক ইনিংস খেলেই সবাইকে টপকে যান ভারতের এই অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদের গড়া সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড ভেঙেছেন ভারতের আধুনিক শচীন। মিয়াঁদাদের রেকর্ডটা ছিল ২৬ বছর আগে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সবশেষ ১৯৯৩ সালে ম্যাচ খেলেছিলেন মিয়াঁদাদ। ক্যারিবিয়ানদের বিপক্ষে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ রান সংগ্রহের সেই রেকর্ড ভাঙতে আজ দরকার ছিল মাত্র ১৯ রান। সেই রান টপকে গেছেন কোহলি।
৭২.৫৭- কোনো দলের বিপক্ষে স্বতন্ত্র ব্যাটসম্যান হিসেবে দেড় হাজার রান আছে এমন তালিকায় রান রেটের হিসেবে সবার ওপরে কোহলি। তার রান রেটের গড় ৭২ দশমিক ৫৭। ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ আট ম্যাচে পাঁচ সেঞ্চুরি কোহলির।
৮- ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় আটে উঠে এসেছেন বিরাট কোহলি। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির করা ১১ হাজার ৩শ ৬৩ রানকে ছাপিয়ে গেছেন তিনি। তাকে পেরিয়ে আট অবস্থানে নিজেকে অধিষ্ঠিত করেছেন কোহলি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কোহলির উপরে আছেন শুধু শচীন।
১১- ৪২তম সেঞ্চুরিটি পেতে কোহলির সময় লেগেছে ১১ ইনিংস। ইংল্যান্ড বিশ্বকাপের ৯ ইনিংসের পর একটি তিন অংকের দেখা পেলেন কোহলি। সবশেষ ২০১৫ সালে একবার ১৩ ইনিংস লেগেছিল কোহলির সেঞ্চুরি পেতে।
আরও একটি রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে রিকি পন্টিং করেছেন ২২টি শতরান। বিরাট করেছেন ২১টি। আর দুটি শতরান করলেই তিনি টপকে যাবেন পন্টিংকে। রেকর্ড গড়াকে অভ্যাসে পরিণত করে ফেলা ৩১ ছুঁতে চলা বিরাট যখন থামবেন, তখন হয়তো বহু নতুন রেকর্ড তিনি তৈরি করে ফেলবেন।