Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরেই ক্যাম্পে যোগ দিবেন সাকিব


১৪ আগস্ট ২০১৯ ১৬:১৩

ঢাকা: বিশ্রামে যাওয়ায় লঙ্কান সিরিজে ছিলেন না সাকিব। মাশরাফি-সাকিবহীন দলটাকে নেতৃত্বে দেয়া তামিমও এখন বিশ্রামে। সামনে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী মাসেই। সেজন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হবে চলতি মাসের ১৮ তারিখ থেকে। দেশে ফিরেই কয়েকদিনের মধ্যেই ক্যাম্পে যোগ দিচ্ছেন জাতীয় দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যথাযথ মর্যাদায় হজ পালন করার পর মাকে নিয়ে দেশে আজই ফিরছেন সাকিব। ফিরেই ক্যাম্পের দ্বিতীয় বা তৃতীয় দিনে যোগ দিবেন।

বিজ্ঞাপন

মাকে নিয়ে হজ পালন করতে গত ২ আগস্ট দিবাগত রাতে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন এই অলরাউন্ডার। আজ সৌদি আরবের স্থানয় সময় বেলা ৩টার (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দিবেন সাকিব। বাংলাদেশ সময় রাত ১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে সাকিবের বিমান।

হয়তো বিশ্রামের জন্য আরও দুয়েকদিন নিবেন সাকিব। তারপরেই দলের ক্যাম্পে অংশ নিবে। সামনেই ত্রিদেশীয় সিরিজ। টেস্ট সিরিজ। সবমিলিয়ে ব্যস্ত থাকতে হবে সাকিবের দলকেও।

সাকিব আল হাসান হজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর