কাদায় রেসলিং করে বরখাস্ত বিশ্বকাপজয়ী ফুটবলার!
১৩ আগস্ট ২০১৯ ২০:৪৬ | আপডেট: ১৩ আগস্ট ২০১৯ ২০:৪৯
ট্রেনিং বাদ দিয়ে একটি টিভি রিয়েলিটি শো’য়ে ‘মাড রেসলিংয়ে’ অংশ নেয়ায় বিশ্বকাপজয়ী ফুটবলার আদিল র্যামিকে বরখাস্ত করেছে ফ্রেন্স ক্লাব মার্শেই। ক্লাবের অভিযোগ- দলের ট্রেনিং মিস করে এই ফ্রেন্স ডিফেন্ডার রেসলিংয়ে অংশ নিয়েছে।
লিগ ওয়ান দল মার্শেই প্রাথমিকভাবে এর সত্যতা যাচাই করে র্যামিকে বরখাস্ত করেছে।
রিয়েলিটি শো’এ অংশ নেয়ার ঘটনাটি মূলত মে মাসের। সেসময় মার্শেইর ট্রেনিং সেশন মিস করেন আদিল র্যামি। পরে তাকে সেসময় একটি মাড রেসলিংয়ে অংশ নিতে দেখা যায় টিভিতে। এরপরই তাকে ডেকে এনে জবাব জানতে চায় ক্লাব।
৩৩ বছর বয়সী এই ফুটবলার জানান, ইনজুরি থাকায় তিনি ট্রেনিংয়ে অংশ নেননি। তবে, তার এই উত্তরে সন্তুষ্ট নয় ক্লাব কর্তৃপক্ষ। এর আগেও এমন ঘটনার জন্ম দিয়েছেন এই ফুটবলার।