গেইলের রেকর্ড বইয়ে আরেকটি মাইলফলক
১১ আগস্ট ২০১৯ ১৯:০৮ | আপডেট: ১১ আগস্ট ২০১৯ ১৯:০৯
২২ গজে কম রেকর্ড গড়েননি। ক্যারিয়ারে মাইলফলকের পর মাইলফল গড়ে চলেছেন ক্রিস গেইল। ভারতের সঙ্গে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের সামনে আরেকটি মাইলফলক গড়ার অপেক্ষায় আছেন এই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফেরিওয়ালা। ওয়েস্ট ইন্ডিজ জার্সিতে মাইলফলকটা এ ম্যাচেই হয়ে যেতে পারে গেইলের।
রেকর্ডটা হলো ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড।
রোববার ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ভারতের সঙ্গে নামলেই ছাড়িয়ে যাবেন ব্রায়ান লারাকে। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৩শ’ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন গেইল।
আগের ম্যাচেই অবশ্য রেকর্ডটা ছুঁয়েছেন গেইল। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের লারা ২৯৯ তম ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়েছেন। সেই ম্যাচটা অবশ্য পরিত্যাক্ত হয়েছে বৃষ্টির কারণে। দ্বিতীয় ম্যাচটা হবে সিরিজ ধরে রাখার ম্যাচ। এ ম্যাচে যেই জিতবে সেই দলই সিরিজ হার এড়াবে।
এমন ম্যাচে আরেকটি মাইলফলকের সামনে ক্রিস গেইল। আর মাত্র ৯ রান হলেই ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে ছাড়িয়ে যাবেন গেইল। ওয়ানডেতে লারার মোট রান ১০৪০৫। সেটা ছাড়াতে গেইলের দরকার মাত্র নয়টি রান। সেটা হয়তো এ ম্যাচেই ছাড়াতে পারেন গেইল।
সিরিজের তৃতীয় ও ফাইনাল ওয়ানডেটি বুধবার একই ভেন্যুতে হবে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ওয়ানডে খেলার রেকর্ড:
ক্রিস গেইল: ২৯৯
ব্রায়ান লারা: ২৯৯
চন্দরপল: ২৬৮
ডেসমন্ড হেইন্স ২৩৮
কার্ল হুপার ২২৭