Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেলিক্সের কাছে হারলো রোনালদোর জুভেন্টাস


১১ আগস্ট ২০১৯ ১৬:৪১

কিংবদিন্ত ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের পরবর্তী প্রজন্ম যার হাতে ধরা হচ্ছে সেই জাও ফেলিক্স আলো ছড়াচ্ছেন বিশ্ব ফুটবলে। বেনফিকা থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে রেকর্ড দামে নাম লেখানো এই পর্তুগিজ দুর্দান্ত ফুটবলের জন্ম দিয়ে নিজেকে চেনাচ্ছেন। লা লিগার মৌসুম শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচগুলোতে দারুণ খেলছেন। চ্যাম্পিয়ন্স কাপেও আলো ছড়ালেন রোনালদোর জুভেন্টাসের বিপক্ষে।

মূলত ফেলিক্সের কাছেই হেরেছে জুভেন্টাস। জোড়া গোলে ইতালি জায়ান্টদের ধরাশায়ী করেছে ফেলিক্সের অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিজ্ঞাপন

ম্যাচটা অন্য একটা দিক দিয়ে বেশ গুরুত্ব পেয়েছে। রোনালদো জুভেন্টাসের সঙ্গে তারই স্বদেশী সতীর্থ ফেলিক্স কেমন করবে সেটাই দেখার বিষয় ছিল।

একাই দুই গোল করে জুভেন্টাসকে হারিয়ে দিয়েছে লিগ রানার্স আপরা। চ্যাম্পিয়ন্স কাপের একটি ম্যাচে সুইডেনের ফ্রেন্ডস এরেনা স্টেডিয়ামে জুভেন্টাসকে ২-১ ব্যবধানে হারিয়েছে মাদ্রিদ।

ম্যাচের ২৪ ও ৩৩ মিনিটে দুর্দান্ত দুই গোল করে ম্যাচটা বগলদাবা করে নিয়েছে ফেলিক্স ও তার দল। সেমি খেদিরা গোলে জুভেন্টাস ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি। ম্যাচজুড়ে নিষ্প্রভ ছিলেন রোনালদো। এ জয়ে আট পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বেনফিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

অ্যাটলেটিকো মাদ্রিদ ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স কাপ জাও ফেলিক্স জুভেন্টাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর