Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতা চাইছে পন্টিংকে


৯ আগস্ট ২০১৯ ১৫:৩৫

ক্রিকেটার হিসেবে রিকি পন্টিংয়ের আইপিএল যাত্রা শুরু হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে। এবার তাকেই কোচ হিসেবে পেতে চাইছে শাহরুখ খানের দলটি। কোচ হিসেবে ফিরলে দারুণ এক প্রত্যাবর্তন কাহিনী লেখা হতে পারে কলকাতার দলটির।

যদিও এখনও কলকাতা টিম ম্যানেজমেন্টের কেউ এ ব্যাপারে মুখ খোলেননি। তবে, ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, রিকি পন্টিংকে কোচ হিসেবে দায়িত্ব দিতে চলেছে কেকেআর। কোচ হিসেবে নাইট রাইডার্স কর্তাদের চোখে এক নম্বর পছন্দ পন্টিং। আইপিএলে দিল্লির আগে মুম্বাই ইন্ডিয়ান্সেও কোচিং করিয়েছেন পন্টিং। বিশ্বকাপে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথদের সঙ্গে কাজ করেছেন।

বিজ্ঞাপন

গত আসরে পন্টিং ছিলেন দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ। উপদেষ্টা হিসেবে সেই দলে ছিলেন সৌরভ গাঙ্গুলী। গতবার তারুণ্যনির্ভর নতুন দল নিয়ে বেশ ভালোই করেছে দিল্লি। শ্রেয়ার্স আইয়ারের নেতৃত্বে প্লে-অফ পর্যন্ত পৌঁছেছিল দলটি। এবার পন্টিংকে তারা ছেড়ে দেবে কি না সেটাও দেখার বিষয়।

২০১৫ থেকে কেকেআরের কোচ হিসেবে দায়িত্ব পালন করা জ্যাক ক্যালিসের সঙ্গে এ বছর সম্পর্ক থাকছে না। গতবার ক্যালিসের অধীনে ভালো করতে পারেনি কেকেআর। সহকারী কোচ সাইমন ক্যাটিচকেও ছেড়ে দিয়েছে কেকেআর।

আইপিএল কলকাতা নাইট রাইডার্স কেকেআর রিকি পন্টিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর