Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়ন্স লিগের পজিশনভিত্তিক সেরা খেলোয়াড়ের তালিকা


৯ আগস্ট ২০১৯ ১১:৫৭

চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি পজিশনের সেরা খেলোয়াড় বেছে নিতে ২০১৬-১৭ মৌসুম থেকে চারটি পজিশনের প্রতিটির জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। এবারো ২০১৮-১৯ মৌসুমের পজিশনভিত্তিক চার ক্যাটাগরির সেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

যেখানে জায়গা করে নিয়েছেন ১২ ফুটবলার। এবার তালিকায় আধিপত্য বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের খেলোয়াড়দের। চার ক্যাটাগরিতে লিভারপুলের পাঁচ ফুটবলার জায়গা করে নিয়েছেন। সেরা ফরোয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো, বার্সেলোনার লিওনেল মেসি ও লিভারপুলের সাদিও মানে।

বিজ্ঞাপন

২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলা ৩২টি দলের কোচ ও উয়েফায় প্রতিনিধিত্বকারী দেশগুলোর ৫৫জন সাংবাদিকদের ভোটাভুটিতে তৈরি হয়েছে এই তালিকা। যেখানে ক্লাবগুলোর কোচরা নিজের দলের খেলোয়াড়দের ভোট দিতে পারেননি।

আগামী ২৯ আগস্ট মোনাকোয় ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। সেখানেই ঘোষণা করা হবে পজিশনভিত্তিক সেরা খেলোয়াড়ের নাম।

পজিশনভিত্তিক সেরা খেলোয়াড়ের তালিকা:
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), হুগো লরিস (টটেনহ্যাম হটস্পার), মার্ক-আন্দ্রে টার স্টেগেন (বার্সেলোনা)
ডিফেন্ডার: ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড (লিভারপুল), ভার্জিল ভন ডাইক (লিভারপুল), মাথাইস ডি লিখট (আয়াক্স/জুভেন্টাস)
মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডি ইয়ং (আয়াক্স/বার্সেলোনা), ক্রিস্টিয়ান এরিকসন (টটেনহ্যাম হটস্পার), জর্ডান হেন্ডারসন (লিভারপুল)
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস), লিওনেল মেসি (বার্সেলোনা), সাদিও মানে (লিভারপুল)।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগ মেসি রোনালদো সাদিও মানে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর