Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরোয়া ক্রিকেট হবে তো?


৮ আগস্ট ২০১৯ ২০:২২

সংকটের মুখে দেশের ঘরোয়া ক্রিকেট। বিকেএসপির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির ৩ ও ৪ নাম্বার মাঠ আর ব্যবহার করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে অদূর ভবিষ্যতে দেশের ঘরোয়া ক্রিকেট মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বলা বাহুল্যই হবে ঢাকার অদূরে এ দুটি মাঠেই প্রথম শ্রেণির ক্রিকেটসহ অন্যান্য ঘরোয়া ক্রিকেটের আসর আয়োজন করে থাকে বিসিবি।

শুধু কি তাই? বিভিন্ন আন্তর্জাতিক সিরিজের প্রস্ততি ম্যাচ আয়োজনেও মাঠ দুটি বিসিবির কাছে পরম আকাঙ্খেয়।

বিজ্ঞাপন

বিসিবি-বিকেএসপির মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিংয়ে (এমওইউ) উল্লেখ ছিল ২০১৩-২০১৮ সাল পর্যন্ত এই দুটি ভেন্যু বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিষ্ঠানটি ব্যবহার করতে পারবে। কিন্তু গেল বছরের ডিসেম্বরেই দ্বি-পাক্ষিক চুক্তির সেই মেয়াদ শেষ হয়ে গেছে। এবং নতুন করে বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন করতেও চাইছে না দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটি।

এদিকে বিকেএসপির চার নম্বর মাঠসংলগ্ন এলাকায় একটি নারী ক্রীড়া ইনস্টিটিউট তৈরির কাজ ইতোমধ্যেই হাতে নিয়েছে বিকেএসপি, শেষ হবে ২০২০ সালের জুনে। ফলে চার নম্বর মাঠটি বরাদ্দ থাকবে শুধু নারী ক্রীড়ার ক্ষেত্রে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে সভা শেষে একথা জানান বিকেএসপির প্রধান ক্রিকেট কোচ মাসুদ হাসান।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই পরিকল্পনা (নারী ক্রীড়া প্রতিষ্ঠান) গ্রহণ করেছি। এখন বিসিবি কিভাবে চায় সেই সিদ্ধান্ত তারাই নেবে। কিন্তু আমি যেটা জানি, চার নম্বর মাঠটি শুধুই নারী কমপ্লেক্সের জন্য বরাদ্দ থাকবে। আমরা এখনো চুক্তি নবায়ন নিয়ে কথা বলিনি।’

বিজ্ঞাপন

এদিকে বিসিবি সুত্রে জানা গেছে বিকল্প হিসেবে তারা বিকেএসপির দুই নম্বর মাঠটি প্রস্তুতের আগ্রহ দেখিয়েছিল। কিন্তু যেহেতু মাঠটির ড্রেনেজ ব্যবস্থাপনা যাচ্ছেতাই সেহেতু সেটা আদৌ সম্ভব হবে কী না সেটা নিয়েও আছে সন্দেহ।

উদ্ভুত পরিস্থিতি এড়াতে নতুন ভেন্যু তৈরিতে বিসিবি বিএসপিকে জমি অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে বলেও সূত্রটি জানিয়েছে। ‘নানাবিধ কারণে দুই নম্বর মাঠটি প্রস্তুত করা খুবই কঠিন। যদি নতুন করে চুক্তি নবায়ন না হয় তাহলে আমরা নতুন মাঠ তৈরিতে বিকেএসপিকে জমি অধিগ্রহণ করতে বলব। বিগত দিনগুলোতে আমরা ৩ ও ৪ নম্বর মাঠের পেছনে বেশ টাকা খরচ করেছি। তাছাড়া যেহেতু আমরা সেখানে খেলে অভ্যস্ত সেহেতু চাইলে বিকেএসপিতে খেলা বন্ধ করে দিতে পারি না।’

ক্রিকেট ঘরোয়া ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিকেএসপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর