Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাথুরুর স্থলাভিষিক্ত রুমেশ রত্নায়েকে


৮ আগস্ট ২০১৯ ১৩:০৪

প্রধান কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কার পারফরম্যান্স হতাশাব্যঞ্জক ছিল। তারপর থেকেই গুঞ্জন ছিল যে, তিনি বেশিদিন দলটির দায়িত্বে থাকবেন না। বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের সিরিজের আগে শোনা গিয়েছিল, এই সিরিজটিই হাথুরুসিংহের জন্য শেষ সিরিজ। প্রায় দুই মাস ধরে চলতে থাকা গুঞ্জনটাই সত্যি হয়।

শেষ পর্যন্ত লঙ্কান ক্রিকেটে হাতুরুসিংহে অধ্যায়ের সমাপ্তি হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক ফাস্ট বোলার রুমেশ রত্নায়েকে। যদিও অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের কথা নিশ্চিত করলেও হাথুরুর ভবিষ্যত নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

দেড় বছর আগে হঠাৎ করেই বাংলাদেশের প্রধান কোচের পদ ছেড়ে দিয়ে লঙ্কান দলের দায়িত্ব নেন হাথুরু। কিন্তু নিজ দেশে তার সময়টা একেবারেই ভালো যায়নি।

জানা যায়, শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হরিণ ফার্নান্দোর সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বিদায় করে দেয়া হয়। সেজন্য নাকি চুক্তির অংশ হিসেবে অগ্রীম ছয় মাসের পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক এই কোচকে।

কোচ শ্রীলঙ্কা হাথুরসিংহে

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর