Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোচের পরীক্ষা দিতে ঢাকায় ডোমিঙ্গো


৭ আগস্ট ২০১৯ ১৭:০২

কোচের পরীক্ষা দিতে ঢাকায় এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো।  বুধবার (৭ আগস্ট) সকালে তিনি ঢাকা এসে পৌঁছান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সুত্র বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছে।

সুত্রটির দেওয়া তথ্যমতে, ‘আজ সকাল ১০টায় তিনি ঢাকা এসে পৌছেছেন। সাক্ষাৎকার শেষে আগামি কাল সকালে দেশে ফিরে যাবেন তিনি।’

প্রধান কোচের পদের জন্য তিনি সাক্ষাৎকার দিতে এসেছেন? সারাবাংলার করা এমন প্রশ্নে  সুত্রটি স্পষ্ট করে কিছু জানাতে পারেনি। তবে তার কথায় এতটুকু নিশ্চত হওয়া গেছে যে, সাক্ষাৎকারে  তার সঙ্গে বনিবনা হলে সাবেক প্রধান কোচ স্টিভ রোডসের উত্তরসূরী হিসেবে তাকে বিবেচনা করা হবে।

২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩’র ডিসেম্বর পর্যন্ত প্রোটিয়া টি টোয়েন্টি দলের দায়িত্ব পালন করেন রাসের ক্রেইগ ডোমিঙ্গো।

আরও পড়ুন: পাকিস্তানের চার কোচিং স্টাফ ছাঁটাই

পরীক্ষা প্রধান কোচ বাংলাদেশ ক্রিকেট বিসিবি রাসেল ডোমিঙ্গো

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর