Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরিমানা করা হয়েছে পোলার্ডকে


৬ আগস্ট ২০১৯ ১৪:১৯

আমারিকার ফ্লোরিডায় ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠের আম্পায়ারদের কথা না শোনায় জরিমানা করা হয়েছে কাইরন পোলার্ডকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে উইন্ডিজরা হেরেছে ২২ রানের ব্যবধানে। আর সেই সাথে হাত ছাড়া হয়েছে সিরিজও।

ম্যাচ চলাকালীন এক পর্যায়ে বদলি খেলোয়াড়কে মাঠে নামতে বলেন পোলার্ড। তবে তাতে বাধা হয়ে দাড়ায় মাঠে থাকা দুই আম্পায়ার। তারা পোলার্ডকে বলে আগে তাকে অনুরোধ করতে হবে নতুন খেলোয়াড বদলি হিসেবে নামানোর জন্য। তবে এ কথাও শুনতে নারাজ পোলার্ড।

বিজ্ঞাপন

এছাড়াও আম্পায়রদ্বয় পোলার্ডকে নির্দেশনা দেয় যে ওভার শেষ না হওয়া পর্যন্ত কোনো বদলি খেলোয়াড় মাঠে নামতে পারবে না। তবে সেই নিষেধাজ্ঞাও কানে তোলেননি পোলার্ড। ম্যাচ শেষে ম্যাচ অফিসিয়াল পোলার্ডকে দোষী হিসেবে ঘোষণা করেন। আর তার ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেওয়া হয়, সেই সাথে পোলার্ডের নামের সাথে যোগ হয় এক ডিমেরিট পয়েন্টও।

সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে মঙ্গলবার (৬ আগস্ট) মুখোমুখি হবে দু’দল।

আরও পড়ুন: বার্নস খেললেন বার্মিংহাম টেস্টের পাঁচ দিন!

কাইরন পোলার্ড জরিমানা করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজ ডিমেরিট পয়েন্ট ভারত-উইন্ডিজ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর