Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুশীলনে চোট পেয়েছেন মেসি


৫ আগস্ট ২০১৯ ১৬:৩৫ | আপডেট: ৫ আগস্ট ২০১৯ ১৮:৪৩

কোপা আমেরিকার পর দীর্ঘদিন বিশ্রামে কাটিয়েছেন লিওনেল মেসি। দলের সাথে অনুশীলনে যোগদান করেছেন সোমবার (৫ আগস্ট)। আর অনুশীলনে ফিরেই ডান পায়ে আঘাত পেয়েছেন মেসি।

বার্সেলোনা কর্তৃপক্ষ থেকে জানানো হয় সোমবার দলের সাথে অনুশীলনের সময় ডান পায়ে আঘাত পান মেসি। আর এই আঘাতের কারণে আমেরিকায় প্রাক মৌসুম প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবেন না তিনি।

গ্রেড-১ ইনজুরি হওয়া স্বত্বেও মেসিকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চান না কোচ এবং বার্সেলোনা বোর্ড। এ কারণেই মেসিকে বার্সেলোনায় রেখেই আমেরিকা সফরে যাচ্ছে পুরো দল। ঠিক কবে নাগাদ দলের সাথে অনুশীলনে যোগ দান করতে পারবেন মেসি তা নিয়ে কোনো কথা বলেননি বার্সেলোনা বোর্ড।

আরও পড়ুন: আর্সেনালের রেকর্ড ভেঙে ম্যানচেস্টার সিটির মৌসুম শুরু

আমেরিকা সফর ইনজুরি চোট পেয়েছেন বার্সেলোনা লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর