Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইফউদ্দীনের ফেরা সহজ নয়


৫ আগস্ট ২০১৯ ১৫:১৮

এক বিশ্বকাপেই তিনবার পিঠের পুরোনো চোট হানা দিয়েছে সাইফউদ্দীনের শরীরে। খেলতে হয়েছে ইনজেকশন নিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি তো খেলতেই পারলেন না। দেশে ফিরেও অবস্থার উন্নতি হয়নি। পুরোনো ব্যথা মাথাচাড়া দিয়ে উঠায় শেষ সময়ে ছিটকে গিয়েছিলেন লংকা সফর থেকেও। তরুণ এই পারফর্মারকে নিয়ে তাই টিম ম্যানজন্টে থেকে শুরু করে ভক্তকুলেরও ভাবনার শেষ নেই। কবে ফিরবেন? বিসিবি চিকিৎসক দেবাশীষ সেই ভাবনায় আরও বাড়িয়ে দিলেন।

বিজ্ঞাপন

জানালেন দেশের বিদ্যমান চিকিৎসায় ৯ বছর বয়ে বেড়ানো এই চোট কাটিয়ে ওঠা তার জন্য সহজ হবে না। তাই বিদেশে পাঠানোর চেষ্টা চলছে। তরুণ এই পেসারের বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্টের নির্দেশ দিয়েছে বিসিবি।

‘ওর সমস্যার কারণটা আমাদের নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করা আমাদের দেশে সম্ভব নয়। আইসিসির অনুমোদিত কিছু নির্দিষ্ট জায়গা আছে যেমন, অস্ট্রেলিয়ায় আছে, ইংল্যান্ডে আছে, এমনকি ভারতেও আছে। আমরা এদের সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। কোথায় যাব নিশ্চিত করতে হয়তো সাত দিনের মতো সময় লাগতে পারে। নয় বছর ধরে এই চোট ভোগাচ্ছে সাইফকে। মাঝখানে দুইবার ইনজেকশন নিয়ে কিছু দিন ব্যথা মুক্তভাবে খেলতে পেরেছে। ব্যথা এখন আবার বেড়ে গেছে। আমরা এবার ওর ব্যথার মূল কারণ জানার চেষ্টা করছি।’

অ্যাসেসমেন্ট শেষে বোলিং অ্যাকশনে পরিবর্তন আনতে হতে পারে সাইফকে, উল্লেখ করে দেবাশীষ আরো বলেন, ‘অ্যাসেসমেন্ট করা হলে যদি নিশ্চিত হয় যে, ওর বোলিং অ্যাকশনের জন্য সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই সেটার সংশোধনের জন্য ওদের যে নির্দেশনা থাকবে আমরা তা অনুসরণ করব।’

কিন্তু ক্যারিয়ারের এই পর্যায়ে এসে বোলিং অ্যাকশনের পরিবর্তন আনা কতটা সহজ? সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নে বিশেষজ্ঞ পরামর্শকের দিক নির্দেশনাকে বিশেষ গুরুত্বারোপ করলেন বাংলাদেশ ক্রিকেটের এই প্রধান চিকিৎসক।

‘সাইফের জন্য, ওর ক্যারিয়ারের জন্য যা সবচাইতে ভালো মনে করবেন ওখানকার বিশেষজ্ঞরা আমরা সেটাই অনুসরণ করার চেষ্টা করবো। এখন টেকনিক্যাল পরিবর্তন আসবে কি আসবে না এটি ওই অ্যাসেসমেন্টের পর আমরা জানতে পারবো।’

লঙ্কা সফরের আগের দিন সন্ধ্যা অর্থাৎ গেল ১৯ জুলাই আবার চোটে পড়লে সাইফকে তিন সপ্তাহের বিশ্রাম দেন দেবশীষ। বিশ্রাম শেষে ব্যক্তিগত উদ্যোগে নেমে গেছেন ব্যাটিং অনুশীলনে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: বৃষ্টি আইনে সিরিজ নিশ্চিত ভারতের

৯ বছরের চোট ইনজুরি বিসিবি চিকিৎসক মোহাম্মদ সাইফউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর