Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি আইনে সিরিজ নিশ্চিত ভারতের


৫ আগস্ট ২০১৯ ১২:৫২ | আপডেট: ৫ আগস্ট ২০১৯ ১৭:০২

উইন্ডিজের বিপক্ষে বৃষ্টি আইনে ২২ রানের জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো ভারত। তিন ম্যাচ সিরিজের এখনো বাকি আছে একটি ম্যাচ। লডারহিলে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা আর শিখর ধাওয়ান। ধাওন ২৩ রান করে আউট হলেও অর্ধশতক তুলে নেনে রোহিত শর্মা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রানে থামে ভারতীয় ইনিংস।

বিজ্ঞাপন

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানেই দুই ওপেনার আউট হয়ে ফিরে যান। এরপর নিকোলাস পুরান আর রভম্যান পাওয়েলের দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় উইন্ডিজ। এই দুই ব্যাতসম্যান ৭৬ রানের জুটি গড়েন। পুরান ১৯ করে আউট হলেও পাওয়েল তুলে নেন অর্ধশতক।

তবে ১৪ তম ওভারে ক্রুনাল পান্ডিয়া পুরান আর পাওয়েলকে ফেরালে চাপে পড়ে যায় উইন্ডিজ। এরপর উইকেটে আসেন কাইরন পোলার্ড এবং শিমরন হেতমায়ার। এই দুই ব্যাটসম্যান ১৩ রানের জুটি গড়ার পরে বৃষ্টি নামে। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচ আর মাঠে গড়ায়নি।

বৃষ্টির কারণে ম্যাচ মাঠে না গড়ালে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতকে ২২ রানে জয়ী ঘোষণা করা হয়। আর তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই তাই তো সিরিজ নিশ্চিত করে ফেলে ভারত।

টি-টোয়েন্টি সিরিজ ভারত জয়ী ভারত-উইন্ডিজ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর