Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফির রেকর্ডে ভাগ বসালেন সুন্দর


৪ আগস্ট ২০১৯ ১৪:৩৬

বল হাতে প্রতিপক্ষের ওপেনারকে আউট করার পর ছক্কা হাঁকিয়ে দলের জয়সূচক রান করার রেকর্ডটি করেছিলেন মাশরাফি বিন মোর্ত্তজা। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন ম্যাশ। গতকাল রাতে ঠিক এমন কীর্তি গড়লেন ভারতের ওয়াশিংটন সুন্দর। এই রেকর্ডে মাশরাফির পাশে বসলেন সুন্দর।

ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামে ভারত। ক্যারিবীয়ানরা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে মাত্র ৯৫ রান। ভারত খুব সহজেই জিততে পারেনি। ১৭.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

বিজ্ঞাপন

ভারতের অষ্টম ব্যাটসম্যান হিসেবে নেমে সুন্দর ১৮তম ওভারে কেমো পলকে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। ৫ বলে অপরাজিত ৮ রান করে মাঠ ছাড়েন তিনি। টিম ইন্ডিয়া ১৬ বল আর ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয়। এর আগে বল হাতে ওয়াশিংটন সুন্দর ইনিংসের প্রথম ওভারেই ফিরিয়ে দেন ক্যারিবীয়ান ওপেনার জন ক্যাম্পবেলকে।

ম্যাচের প্রথম উইকেট ও জয়সূচক রান করার একমাত্র কৃতিত্ব এতদিন কেবল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফির দখলে ছিল। ২০১৫ সালের ১৩ নভেম্বর মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ওভারের প্রথম বলে সিকান্দার রাজাকে বিদায় করেন ম্যাশ। এরপর ১৩২ রানের টার্গেটে ব্যাট হাতে আট নম্বরে নেমে ১৮তম ওভারে লুক জঙ্গীকে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে জয় পাইয়ে দেন। সেদিন বাংলাদেশ ১৪ বল হাতে রেখে ম্যাচ জিতেছিল ৪ উইকেটে।

ওয়াশিংটন সুন্দর টি-টোয়েন্টি মাশরাফি রেকর্ড

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর