Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সা ছাড়লেন ব্রাজিলের ম্যালকম


৩ আগস্ট ২০১৯ ১৫:৫৯

গত জুলাইয়ে বোর্দো থেকে কেনার এক মৌসুম পরই ম্যালকমকে ছেড়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজের প্রতিভা দেখানোর আগেই স্পেন ছাড়লেন। ৪০ মিলিয়ন ইউরোতে রাশিয়ার ক্লাব জেনিথ সেন্ট পিটার্সবার্গে যোগ দিয়েছেন ম্যালকম।

গত মৌসুমে ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে যুদ্ধ করেই ব্রাজিল তারকা ম্যালকমকে নিয়ে এসেছিল বার্সা। স্প্যানিশ ক্লাবটিতে এই এক মৌসুমে ২৪ ম্যাচ খেলে চার গোল করেন মালকম।

বিজ্ঞাপন

বার্সার ওয়েবসাইটে ম্যালকমের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চুক্তির মেয়াদ এখনো চার বছর বাকি থাকতেই ক্লাব ছাড়লেন তিনি।

২২ বছর বয়সী উইঙ্গারের জন্য জেনিটথ গুণতে হচ্ছে ৪০ মিলিয়ন (চার কোটি) ইউরো। চুক্তির শর্ত অনুসারে, পরবর্তীতে খরচের অঙ্কে আরও পাঁচ মিলিয়ন (৫০ লাখ) ইউরো যোগ হতে পারে।

বার্সার হয়ে ২০১৮-১৯ মৌসুমে দুটি শিরোপা জিতেছেন ম্যালকম। এদিকে, রাশিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সবকটিতে জেতা জেনিথের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন ম্যালকম।

বার্সা ব্রাজিল ম্যালকম