Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফার কারণে আর্থিক ক্ষতি নেইমারের


৩ আগস্ট ২০১৯ ১১:০৭

ফিফার বর্ষসেরা ফুটবলারের সেরা দশের তালিকা ঘোষিত হয়েছে। সেরা দশের এই তালিকা থেকে বাদ পড়েছেন নেইমার জুনিয়র। মৌসুমের বেশির ভাগ সময় দলের বাইরে থাকার কারণেই সেরা দশে জায়গা মেলেনি নেইমারের। আর সেরা দশে জায়গা না পাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে নেইমারকে।

প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে ২০১৭ সালে চূক্তি স্বাক্ষর করেন নেইমার। চূক্তি অনুযায়ী প্রতি বছর পিএসজি থেকে নিজের পকেটে প্রায় ৩৭ মিলিয়ন ইউরো জমাচ্ছেন নেইমার। ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে কেবল লিওনেল মেসিই (৪০ মিলিয়ন ইউরো) তার থেকে বেশি বেতন পান। ক্রিস্টিয়ানো রোনালদোও (৩১ মিলিয়ন ইউরো) পান নেইমারের থেকে কম বেতন।

বিজ্ঞাপন

তবে এবার ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। ফিফার সেরা দশ ফুটবলারের তালিকায় জায়গা না পাওয়ায় চূক্তি অনুযায়ী প্রায় ৩ মিলিয়ন ইউরো কম বেতন পাবেন নেইমার। চূক্তিতে ছিল ফিফার সেরা দশ ফুটবলারের তালিকায় জায়গা পেলে বোনাস স্বরূপ নেইমার পাবেন বাড়তি ৩ মিলিয়ন ইউরো। তবে এবার আর এই অর্থ পাচ্ছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার।

এই নিয়ে টানা দুই মৌসুম ফিফার সেরা দশ জন ফুটবলারের তালিকা থেকে নাম বাদ পড়েছে নেইমারের। আর এবার এই কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে নেইমারকে। নতুন মৌসুমে পিএসজি ছেড়ে আবারও বার্সেলোনায় পাড়ি জমানোর গুঞ্জন উঠেছে নেইমারের। তবে এই বিষয়ে পিএসজি জানিয়েছে নেইমার থাকবেন পিএসজিতেই।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ হলেন মেসি

আর্থিক ক্ষতি নেইমার জুনিয়র ফিফার বর্ষ সেরা সেরা দশ ফুটবলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর