Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ রানে হারলো বাংলাদেশ


৩১ জুলাই ২০১৯ ২০:৩৩

দক্ষিণ আফ্রিকা সফরে আন-অফিসিয়াল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে ছিল সফরকারী বাংলাদেশ এমার্জিং প্লেয়ার নারী দল। পরে টানা দুই ম্যাচে জিতে সিরিজও নিজেদের করে নেয় নিগার সুলতানার দলটি। ওয়ানডে সিরিজের পর দুই দল নেমেছিল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। তাতে, ৫ রানে হেরেছে বাংলাদেশ নারী দল।

আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা এমার্জিং নারী দল ৪ উইকেট হারিয়ে তোলে ১৩০ রান। জবাবে, জয়ের খুব কাছে গিয়েও শেষ হাসি হাসতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারানো বাংলাদেশ তোলে ১২৫ রান। প্রোটিয়ারা তিন ম্যাচের সিরিজে ১-০ তে লিড নিয়েছে।

বিজ্ঞাপন

প্রোটিয়া দুই ওপেনার ত্রিশা ছেট্টি এবং তাজমিন ব্রিটজ ১৮.৫ ওভারে অবিচ্ছিন্ন থেকে তুলে নেন ১২৭ রান। ছেট্টি ১৯তম ওভারে বিদায় নেওয়ার আগে করেন ৭২ রান। তার ৫৯ বলে সাজানো ইনিংসে ছিল ৯টি চারের মার। শেষ ওভারে বিদায় নেওয়ার আগে আরেক ওপেনার ব্রিটজ করেন ৫৫ বলে তিন চার, এক ছক্কায় ৫২ রান। শেষ ওভারেই তিনটি উইকেট হারায় প্রোটিয়ারা।

বাংলাদেশের রিতু মনি ৪ ওভারে ৩০ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। ৪ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট পান খাদিজাতুল কুবরা। ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেট পাননি শবনম মোস্তারি। ৪ ওভারে ২৮ রান খরচায় কোনো উইকেট পাননি সুরাইয়া আজমিন। আর ৪ ওভারে ১৯ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ফাহিমা খাতুন।

১৩১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার মুর্শিদা খাতুন ব্যক্তিগত ১ রানে বিদায় নেন। আরেক ওপেনার সানজিদা ইসলাম করেন ২১ রান। দলপতি নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১২ রান। ৩২ বলে দুই বাউন্ডারিতে ৩৪ রান করেন ফাহিমা খাতুন। শায়লা শারমিন ৯, নাহিদা আখতার ১ রান করেন। ১০ বলে তিনটি বাউন্ডারিতে ১৯ রান করে দলকে জয়ের পথে টানেন রিতু মনি। নুজহাত তাসনিয়া রানআউট হওয়ার আগে করেন ৩ রান। প্রোটিয়া বোলার শেখুখুনে ৪ ওভারে ২১ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট।

বিজ্ঞাপন

আগামীকাল (বৃহস্পতিবার, ১ আগস্ট) সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ আগস্ট।

টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকা নারী দল বাংলাদেশ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর