Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সফলতা পেতে দেশ নয়, ক্লাবের সঙ্গে খেলবে বাংলাদেশ


৩১ জুলাই ২০১৯ ১৯:৪১

ঢাকা: বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রায় সবগুলো দলই। পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে সবাই। এশিয়ার দলগুলোও যে যার মতো প্রস্তুতি নিয়ে রাখছে। মাঝে ইরান ইস্যু নিয়ে অনেক আলোচনা-সমালোচনার পর পিছু হটে এখন লাওস বধ সফলতার সূত্র অনুসরণ করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ইরানের সঙ্গে ম্যাচ খেলা বাতিল হলে অন্যান্য ফেডারেশেনগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে গেছে বাফুফে। এর মধ্যে আলোচনা চলছে। তবে, দেশের সঙ্গে খেলার ইচ্ছা থেকে হয়তো সড়ে আসছে ফেডারেশন। পুরনো সফলতার রীতিতেই ফিরে যাচ্ছে তারা।

বিজ্ঞাপন

কাতারেই ক্যাম্প করে দেশটির ক্লাবগুলোর সঙ্গে দুটি ম্যাচ খেলে ১০ সেপ্টেম্বর থেকে বিশ্বকাপ বাছাইপর্বের মিশনে নামতে চায় বাংলাদেশ। সপ্তাহখানে প্রস্তুতি ক্যাম্প করে দুটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে জামাল ভূঁইয়াদের ঝালিয়ে নিয়ে আফগানিস্তানের সঙ্গে মাঠে নামার পরিকল্পনার বাফুফের।

এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এক গণমাধ্যমকে জানান, ‘আমরা সাম্প্রতিক সময়ে যেভাবে ক্যাম্প করে সফল হয়েছি, এবারও সেভাবে শুরু করতে চাই। আফগানিস্তান ম্যাচের আগে কাতারে এক সপ্তাহের ক্যাম্প করতে চাই। সেখানকার ক্লাবগুলোর সঙ্গে খেলতি পারি দুটি ম্যাচ।’

এই কাতার ক্যাম্প করেই প্রাক বাছাইয়ে লাওসকে বধ করেছিল বাংলাদেশ। তাই সেই পথ অনুসরণ করেই কাতার, ওমান, ভারত ও আফগানিস্তানের বিপক্ষে নিজেদের অস্ত্র শানিয়ে নিতে চায় বাফুফে।

বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বকাপ বাছােইপর্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর