Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তাপে ঠাসা বিপিএল চাইছেন সাকিব


৩১ জুলাই ২০১৯ ১৮:০৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের দাবী জনপ্রিয়তার বিচারে আইপিএলের পরেই বিপিএল। কিন্তু আদতে দেখা যায় চিত্রটি সম্পূর্ণ বিপরীত। যে কোনো বিচারে আইপিএলের ধারেকাছেও নেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের আন্তর্জাতিক মোড়কের এই আসরটি। এলইডি স্ট্যাম্প ও বেলস নেই, রান প্রসবা উইকেট নেই, চিয়ার্স গার্লস নেই, বিশ্বসেরা নামি দামী তারকাদের সরব উপস্থিতিও হাতে গোনা।

ফলে মাঠের লড়াইয়েও উত্তাপ দেখা যায় না। দেখা যায় না গ্যালারিতে দর্শকের স্রোত। গ্যালারি ভরা অনেক পরের কথা। কোনো কোনো ম্যাচে একটি গ্যালারিও পরিপূর্ণ হয়ে ওঠতে দেখা যায় না!

বিজ্ঞাপন

হালে ক্রিস গেইল, এভিন লুইস, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, শিমরন হেটমায়ার ও ব্রেন্ডন ম্যাককালামদের মতো টি-টোয়েন্টি ব্লাস্টরা খেললেও গ্যালারির চিত্র বদলায়নি। এতে করে মুখ থুবরে পড়েছে বিপিএলের সমস্ত আয়োজন। নিদারুণ নিরস ও নিরুত্তাপ একটি টুর্নামেন্ট যেন।

যদিও গুটিকয়েক ম্যাচে চিত্রটি ব্যতিক্রম থাকে। গ্যালারিতে থৈ থৈ দর্শক। ব্যাটে-বলে মারমার কাটকাট উত্তেজনা। তবে ব্যতিক্রম তো উদাহরণ হতে পারে না। সঙ্গত কারণেই উদ্ভুত সংকটের আশু উত্তরণ চাইছেন বাংলাদেশ ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন আসর থেকে উত্তাপে ঠাসা বিপিএল প্রত্যাশা করছেন সদ্য সমাপ্ত বিশ্বকাপের এই সুপার ম্যান।

রংপুর রাইডার্সে নাম লেখানো সাকিব জানালেন, ‘আমি তো চাই হাইপ বাড়ুক। কারণ এটা আমাদের দেশের ক্রিকেটে ভূমিকা রাখবে। এখন সবাই বিপিএলের জন্য আগ্রহ প্রকাশ করে, যেটা কয়েকবছর আগেও ছিল না।’

তবে সপ্তম আসরটি এই বেহাল দশার কিছুটা হলেও উত্তরণ ঘটাতে পারে। কেননা গেইল, হেলস, ডি ভিলিয়ার্সদের পরে এবার বিপিএলে নাম লিখিয়েছেন বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন এই বাঁহাতি। আর রাজশাহী কিংসে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকান অলারাউন্ডার ব্যাটসম্যান জেপি ডুমিনি।

বিজ্ঞাপন

তাদের অন্তর্ভুক্ত করায় বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রামের নগর চাবি পাওয়া নন্দিত ক্রিকেটার সাকিব, ‘বিসিবির প্রতি কৃতজ্ঞ যে তারা বড় বড় প্লেয়ারদের বিপিএলে নিয়ে আসছে।’

বিপিএল সপ্তম আসরে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন সাকিব। পুরোনো ঠিকানা ঢাকা ডায়নাইমটস ছেড়ে বুধবার (৩১ জুলাই) নাম লিখিয়েছেন রংপুর রাইডার্সে। সেখানে কোচ হিসেবে পাচ্ছেন আইপিএলে তার গেল দুই আসরের দল সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ টম মুডিকে। যার উপস্থিতি সাকিবকে দিচ্ছে বাড়তি নির্ভরতা।

সাকিব যোগ করেন, ‘আমার মনে হয় টম মুডি আছে। আমরা একসঙ্গে হায়দ্রাবাদে কাজ করেছি। বেশিরভাগ দায়িত্ব তিনি পালন করবেন। আমার দায়িত্ব থাকবে বাকিদের থেকে কিভাবে সেরাটা বের করে আনা যায় সেটা চেষ্টা করা। অধিনায়ক হিসেবে সেই দায়িত্ব আমি আগেও পালন করে এসেছি। সবার সঙ্গে পরিচয়ও আছে, তাই খুব একটা সমস্যা হবে বলে মনে হবে না।’

অবশ্য অধিনায়কত্বের বিষয়টি স্পষ্ট করেননি সাকিব। যা বলেছেন তার পুরোটাই অনুমান নির্ভর। আগের দুই আসরের দলপতি মাশরাফি বিন মোর্ত্তজাকে এখনো আনুষ্ঠানিক বিদায় জানায়নি রংপুর ফ্র্যাঞ্চাইজি। মাশরাফি আদৌ থাকছেন কী না সে বিষয়েও রংপুর রাইডার্স থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। বিষয়টি জানতে মাশরাফির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি।

চলতি বছরেই আরেকটি বিপিএল উপহার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর খেলা গড়াবে ৬ ডিসেম্বর।

বিপিএল রংপুর রাইডার্স সাকিব

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর