বিপিএলে ঢাকা ছেড়ে রংপুরে সাকিব
৩১ জুলাই ২০১৯ ১৪:১২ | আপডেট: ৩১ জুলাই ২০১৯ ১৫:৪৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সপ্তম আসর মাঠে গড়াচ্ছে আগামী ডিসেম্বরে। চলতি বছরে দ্বিতীয়বারের মতো মাঠে গড়াতে চলেছে ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট। নতুন আসরকে সামনে রেখে এখনই দল বদলে মনোযোগ দিয়েছেন টিম মালিকরা। ইতিমধ্যে অনেক বিদেশি তারকারা নাম লিখিয়েছেন বিপিএলের বিভিন্ন দলে। আর এই মৌসুমে চমক হিসেবে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ছাড়ছেন ঢাকা ডায়নামাইটস।
এবারের আসরে দীর্ঘদিন ধরে ঢাকা ডায়নামাইটসের সাথে চুক্তি শেষ করে এক বছরের চুক্তিতে নতুন ঠিকানা রংপুর রাইডার্সে যোগ দিচ্ছেন সাকিব। ডায়নামাইটসের হয়ে সাকিব দুইটি বিপিএলের শিরোপাও জিতেছেন। প্রথম মৌসুমে খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে খেলেছিলেন তিনি। এরপরের মৌসুমে ঢাকা গ্ল্যাডিয়েটর্সে যোগ দেন। সে মৌসুমেই জয় করেন প্রথম বিপিএলের শিরোপা।
২০১৫ সালে এক মৌসুম খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। এক মৌসুম শেষে আবারও ২০১৬ সালে ফিরে আসেন ঢাকা ডায়নামাইটসে। আর ফিরেই দলকে জেতান শিরোপা। পরের দুই মৌসুমে কুমিল্লার কাছে শিরোপা হাতছাড়া করে সাকিবের ডায়নামাইটস। আর সপ্তম আসরে এসে আবার যোগ দিচ্ছেন ২০১৫ সালে এক মৌসুম খেলা রংপুর রাইডার্সে।
বিপিএলের সপ্তম আসরের পর্দা উঠবে ৩ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। আর মাঠে খেলা গড়াবে ৬ ডিসেম্বর।
আরও পড়ুন: টাকা ছাড়াও খেলতে চান জিম্বাবুয়ের ক্রিকেটাররা
টি-টোয়েন্টি লিগ ঢাকা ডায়নামাইটস বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) রংপুর রাইডার্স সপ্তম আসর সাকিব আল হাসান