Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি-সুয়ারেজের গাড়িতে বোমা আছে বলে গুজব


৩১ জুলাই ২০১৯ ১২:২৭

দীর্ঘ ছুটির পর বার্সেলোনার অনুশীলন যোগ দিচ্ছেন লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ। তবে এর আগে ইবিজা সমুদ্র সৈকতে বেশ দারুণ অবসর কাটিয়েছেন দুই সতীর্থ। তবে সেখান থেকে ফেরার পথে বার্সেলোনা এয়ারপোর্টে নেমেই শুনলেন লঙ্কা কাণ্ডের কথা। স্পেনের জরুরি সেবা প্রদানকারী সংস্থাকে মোবাইলে জানানো হয় মেসি-সুয়ারেজের গাড়িতে বোমা রাখা আছে।

জরুরি নাম্বার ১১২ তে কল করে কোনো এক অজ্ঞত ব্যক্তি স্পেনের জরুরি সেবাপ্রদানকারী নম্বরে ফোন করে জানান, ‘মেসি আর সুয়ারেজের গাড়িতে বোমা রাখা আছে।’ এই তথ্য জানার সাথে সাথে বার্সেলোনা এয়ারপোর্টে পৌঁছে যায় আইনি সেবা প্রদানকারী সংস্থা। স্প্যানিশ নিরাপত্তা বিভাগ জানায়, ‘আমরা বোমা নিষ্ক্রিয়কারী দল, এবং সেই সাথে বিশেষ পুলিশ এবং প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাঠিয়েছিলাম এয়ারপোর্টে। কিন্তু সেখানে কোনো প্রকার বিস্ফোরক পাওয়া যায়নি।’

বিজ্ঞাপন

প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে পরীক্ষা করা হয় সেখানে কোনো প্রকার বিস্ফোরক দ্রবাদি আছে কিনা। তবে পরবর্তীতে পুলিশ সদস্যরা জানান মেসি এবং সুয়ারেজের গাড়িতে কোনো প্রকারের বিস্ফোরক দ্রবাদি পাওয়া যায়নি। এবং তারা দুইজনই কোনো প্রকার সমস্যা পড়েননি। সুয়ারেজ বুধবার (৩১ জুলাই) অনুশীলনে দলের সাথে যোগ দিবেন, অন্যদিকে মেসি ফিরবেন ৪ আগস্ট।

আরও পড়ুন: জেলে যেতে হতে পারে রোনালদিনহোকে

গাড়িতে বোমা গুজব ছড়ানো মেসির গাড়িতে বোমা লিওনেল মেসি লুইস সুয়ারেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর