টাকা ছাড়াও খেলতে চান জিম্বাবুয়ের ক্রিকেটাররা
৩১ জুলাই ২০১৯ ১১:৫৫ | আপডেট: ৩১ জুলাই ২০১৯ ১৪:০৬
ক্রিকেট বোর্ডের ওপর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ের সদস্যপদ সাময়িক বাতিল করেছে আইসিসি। নিয়ম অনুযায়ী আইসিসিরি কোনো প্রকার টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না জিম্বাবুয়ে। তবে খেলতে পারবেন দ্বিপাক্ষিক সিরিজ, সেখানেই রয়েছে কিন্তু। অর্থের দিকে আইসিসির ফান্ডিংয়ের দিকে চেয়ে থাকতে হবে জিম্বাবুয়েকে। ক্রিকেটারদেরও খেলতে হবে টাকা ছাড়াই।
জিম্বাবুয়ের ক্রিকেটাররা সঠিকভাবে বেতন ভাতা পাননা এই অভিযোগটা অনেক পুরনো। শেষ দুইমাস ধরে কোনো বেতনের দেখা মেলেনি ক্রিকেটারদের। আর তার ওপর বাড়তি ঝামেলা হিসেবে যোগ হয়েছে আইসিসির সদস্যপদের স্থগিতাদেশ। এ যেন জিম্বাবুয়ের ক্রিকেটের আরও এক কালো অধ্যয়।
দেশের এমন অন্ধকার অবস্থায় অবশ্য বোর্ডের কর্মকর্তারা এগিয়ে না আসলেও, এগিয়ে এসেছেন দলের দুই সিনিয়র ক্রিকেটার। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাউট ইএসপিএন ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন,’ দেশের কথা চিন্তা করে এবং জাতীয় দলের স্বার্থে কোনো টাকা ছাড়াই খেলতে রাজি আছেন তারা।‘
এক জিম্বাবুয়েন ক্রিকেটার জানিয়েছেন,’দলের ভবিষ্যতের কথা চিন্তা করে টাকা ছাড়া খেলা চালিয়ে যেতে রাজী আমরা। আমরা জানি পরিস্থিতি অনেক খারাপের দিকে যাচ্ছে। তবে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ যতদিন পর্যন্ত আমরা দেখতে পাবো ততদিন পারিশ্রমিক ছাড়া খেলা চালিয়ে যেতেও আমাদের আপত্তি নেই।‘
সদস্যপদ স্থগিত হওয়ায় আইসিসির কোনো টুর্নামেন্টে খেলতে পারবেন না জিম্বাবুয়ের পুরুষ ও নারী দল। তবে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবে দলটি। আর স্থগিতাদেশের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বও খেলতে পারবে না জিম্বাবুয়ে। বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও খেলার কথা ছিল জিম্বাবুয়ের। তবে এই স্থগিতাদেশের কারণে সেখান থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছে দেশটি। এছাড়াও গ্লোবার টি-টোয়েন্টি লিগে খেলার কথা ছিল দেশটি নারী দলের, তবে সেখান থেকেও তাদের বাদ দেওয়া হয়েছে।
এই অবস্থায় জিম্বাবুয়ের ক্রিকেট ধুঁকছে। দলের এক প্রবীণ ক্রিকেটার বলেছেন, ‘জাতীয় দলের জন্য খেলতে তারা কোনো টাকা চান না। যতদিন পর্যন্ত অবস্থার কোনো উন্নতি না হয় ততদিন পর্যন্ত আমরা টাকা ছাড়া খেলতে রাজী আছি। আমরা চাই টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে। পরবর্তিতে আমাদের পাওয়া টাকা পরিশোধের নিশ্চিয়তা পেলেই কেবল খেলতে রাজী আছি আমরা। দেশের ক্রিকেটের স্বার্থে আমরা বেতন, ম্যাচ ফি সবকিছু ছাড়াই খেলবো। তবে কখনোই আমাদের টাকা দেওয়া হবে না, এটা মানতে পারবো না আমরা।’
আইসিসির পক্ষ থেকে জিম্বাবুয়ের ক্রিকেটে চলমান এই অস্থিরতা সম্পর্কে কোনো ঘোষণা আসেনি। আর জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড থেকেও কোনো প্রকার সিদ্ধান্ত জানানো হয়নি। তবে ক্রিকেটের জন্য বড় একটি ক্ষতি জিম্বাবুয়ের মতো দলকে হারানো। তবে ক্রিকেটাররা এখনো টাকা ছাড়াই দেশের ক্রিকেটের জন্য খেলতে প্রস্তুত।
ক্রিকেট নিষেধাজ্ঞা জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত