Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সেলোনা ছাড়া যেখানে খুশি যেতে পারবেন নেইমার


৩১ জুলাই ২০১৯ ১১:০১

২০১৭ সালে নেইমার জুনিয়র বিশ্ব রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি’তে বার্সেলোনা থেকে পাড়ি জমান প্যারিস সেইন্ট জার্মেইনে। তবে দুই মৌসুম যেতে না যেতেই আবারও বার্সেলোনায় ফিরতে মরিয়া নেইমার। সেবার নিজের রিলিজ ক্লজের অর্থ নিজেই লা লিগার কর্তৃপক্ষের কাছে প্রদান করেছিলেন। এবার অবশ্য তেমন সুযোগ থাকছে না নেইমারের কাছে। এবার দুই ক্লাব সমঝোতায় আসলেই কেবল সম্ভব হবে নেইমারের বার্সায় যোগ দেওয়া।

বিজ্ঞাপন

প্যারিসে খুশি নন নেইমার, এ তো শোনা যাচ্ছে গেল মৌসুমের মাঝ পথ থেকেই। গুঞ্জন উঠেছে আবারও লিওনে মেসির পাশে খেলতে চান নেইমার। আর বার্সা প্রেসিডেন্ট জোসেপ বার্তেমাউয়েরও ইচ্ছা নেইমার আবারও ফিরবে বার্সায়। তবে এই ট্রান্সফারটা এত সহজে হবে না। ইতিমধ্যে বার্সেলোনার করা অফারও প্রত্যাখ্যান করেছে পিএসজি।

নেইমারকে দলে ভেড়াতে চান? তাহলে গুণতে হবে ৩০০ মিলিয়ন ইউরো। হ্যা! এমনটাই ছিল পিএসজির দাবী। তবে এই অবস্থান থেকে সরে এসেছেন পিএসজি প্রেসিডেন্ট নাসির আল খেলাইফি। ৩০০ নয় নেইমারের জন্য এখন প্রদান করতে হবে কমপক্ষে ২০০ মিলিয়ন ইউরো।

বার্সেলোনা ইতিমধ্যে দুইটি প্রস্তাব দিয়েছিল নেইমারের জন্য। তবে দুটিই প্রত্যাখ্যান করেছেন পিএসজি প্রেসিডেন্ট। বার্সেলোনা এই চূক্তিতে দুইজন ফুটবলার যুক্ত করতে চেয়েছিলেন। তবে পিএসজি কেবল টাকায় চাইছেন, কোনো ফুটবলারকে এই চূক্তির মধ্যে আনতে চান না তারা।

প্রস্তাব প্রত্যাখ্যান করেই কেবল ক্ষান্ত হয়নি পিএসজি। সেই সাথে জানিয়ে দিয়েছেন বার্সেলোনার কাছে বিক্রি করবেন না নেইমারকে। দুই ক্লাবের মধ্যকার চলমান এই দ্বন্দ্বের কারণে নেইমারের বার্সেলোনায় ফেরাটা অসম্ভব হয়ে পড়েছে। পিএসজি কর্তৃপক্ষ বলেই দিয়েছে বার্সেলোনা ব্যতীত যেকোনো ক্লাবের কাছেই নেইমারকে বিক্রি করতে রাজী আছেন তারা।

প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হলেও নেইমার এখনো যোগ দেননি পিএসজির অনুশীলন ক্যাম্পে। আর বারবার জানিয়েই যাচ্ছেন আর থাকতে চাননা প্যারিসে। আর এ কথা সংবাদমাধ্যমে উড়ছে বাতাসের সাথে। নেইমার পিএসজিতে অখুশি এমনটাও শোনা গিয়েছে। আর তার বর্তমান সতীর্থরাও চায় না অখুশি একজন খেলোয়াড়কে ধরে রাখতে।

বিজ্ঞাপন

নেইমারের পিএসজি সতীর্থ মার্কো ভেরাত্তি বলেন, ‘কেউ যদি দলে অখুশি হয় তাহলে তাকে ধরে রাখাটা ঠিক হবে না। তাকে ছেড়ে দেওয়া উচিৎ।’

তবে নেইমার বার্সেলোনায় যাবেন নাকি অন্য কোনো ক্লাবে নাকি থেকে যাবেন পিএসজিতে তা এখনো খোলাসা হয়নি। এর জন্য অপেক্ষা করতে হবে ইউরোপিয়ান দল বদলের শেষ পর্যন্ত।

আরও পড়ুন: আবারও হেরেছে রিয়াল

জোসেপ বার্তোমেউ ট্রান্সফার নাসির আল খেলাইফি নেইমার জুনিয়র পিএসজি বার্সেলোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর