Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ ম্যাচে তামিম-মুশফিকের বাহুতে কালো আর্মব্যান্ড


৩০ জুলাই ২০১৯ ২১:৩০

ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কত্ব কাঁধে বর্তেছিল আনওয়ারুল কবিরের। ক্রিকেট বিশ্বে অবশ্য তিনি শামীম কবির নামেই পরিচিত ছিলেন। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন, ছিলেন লাইফ সাপোর্টেও। সোমবার (২৯ জুলাই) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। বাংলাদেশ-শ্রীলঙ্কার শেষ ম্যাচে শামীম কবিরের স্মরণে বাহুতে কালো আর্মব্যান্ড বাঁধবে বাংলাদেশের ক্রিকেটাররা।

স্বাধীনতা অর্জনের ঠিক পরের বছর ১৯৭২ সালে গঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে বছরই শুরু হয় ঘরোয়া ক্রিকেট। তবে তখন থেকে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় আরও পাঁচ বছর। ১৯৭৭ সালের জানুয়ারির শীতের এক সকালে এমসিসির বিপক্ষে প্রথম টাইগারদের জার্সি গায়ে চাপিয়ে টস করতে মাঠে নামেন শামীম কবির। তখনও ওয়ানডে স্ট্যাটাসটা মেলেনি বাংলাদেশের। ঢাকাতে প্রথম আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলতে নামে টাইগাররা। এই ম্যাচে ৩০ রান করেন অধিনায়ক। শেষ পর্যন্ত ম্যাচটি অমীমাংসিত থেকেই শেষ হয়েছিল।

বিজ্ঞাপন

আর প্রথম ম্যাচেই অধিনায়কত্ব করতে নেমে যার নাম লেখা হয়ে যায় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে, তিনি শামীম কবির। প্রথম অধিনায়ক হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের ক্রিকেটকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রথম ম্যাচে দেশকে নেতৃত্ব দেওয়ার পরের বছরই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। তবে দেশের ক্রিকেটের হাত ছাড়েননি। মাঠের ক্রিকেটের সাথে না থাকলেও, দেশের ক্রিকেটের মান উন্নয়নের জন্য করে গেছেন নিরলস পরিশ্রম।

নিজের ক্যারিয়ারের বেশির ভাগ সময়টা কাটিয়েছেন ঢাকার আজাদ বয়েস ক্লাবের জার্সি গায়ে দিয়ে। ঘরোয়া ক্রিকেট থেকে অবসরে যান ১৯৭৬-৭৭ সালের মৌসুম শেষ করে।

বিজ্ঞাপন

জাতীয় ক্রিকেট দলের অসুস্থ সাবেক এ অধিনায়কের চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছিল বিসিবি। সেই সাহায্য হাতে না নিয়েই অনন্ত পথে যাত্রা করেন অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্ন, মনেপ্রাণে অভিজাত, সর্বজন শ্রদ্ধেয় সাবেক অধিনায়ক শামীম কবির।

এদিকে, করুনারত্নে-তামিমদের সিরিজের শেষ ম্যাচটি উৎসর্গ করা হবে সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানো লঙ্কান পেসার নুয়ান কুলাসেকারাকে। এমনটি নিশ্চিত করেছে আয়োজক লঙ্কান ক্রিকেট বোর্ড। কদিন আগেই শ্রীলঙ্কান পেসার কুলাসেকারা অবসর ঘোষণা করেন। ৩৭ বছর বয়সী এই মিডিয়াম পেসারকে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। প্রেমাদাসায় ছোটো একটি অনুষ্ঠান করে সম্মানিত করা হবে কুলাসেকারাকে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আগামী ৩১ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা এবং সফরকারী বাংলাদেশ। দিবারাত্রির ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের সবক’টি ম্যাচ সরাসরি দেখা যাচ্ছে র‍্যাবিটহোলের ওয়েবসাইটে।

গাজী টিভি নুয়ান কুলাসেকারা বাংলাদেশ-শ্রীলঙ্কা র‌্যাবিটহোল শামীম কবির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর