Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের শেষ প্রতিনিধিকে ছেঁটে ফেললো আইসিসি


৩০ জুলাই ২০১৯ ২০:১৫

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের এলিট আম্পায়ারদের প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে ভারতের আম্পায়ার সুন্দরাম রবিকে। তিনিই ছিলেন ওই প্যানেলে থাকা একমাত্র ভারতীয় আম্পায়ার। মৌসুম শেষে আম্পায়ারদের পারফরম্যান্স বিশ্লেষণে আইসিসি আম্পায়ারদের এলিট প্যানেলের জায়গা হারিয়েছেন রবি।

এদিকে, বিশ্বকাপ দিয়ে আম্পায়ারিং থেকে অবসর নিয়েছেন ইয়ান গোল্ড। রবি আর গোল্ডের স্থলাভিষিক্ত হয়ে এলিট প্যানেলে ঢুকেছেন মাইকেল গফ ও জোয়েল উইলসন। ২০১৯-২০ মৌসুমে নতুন এই দুই আম্পায়ার কাজ করবেন। ইংল্যান্ডের গফ ও ওয়েস্ট ইন্ডিজের উইলসনকে দিয়ে এলিট প্যানেলে আম্পায়ারদের সংখ্যা হলো ১২ জন। তবে, ম্যাচ রেফারিদের তালিকায় কোনো পরিবর্তন আনা হয়নি।

বিজ্ঞাপন

আম্পায়ারদের এলিট প্যানেল তৈরিতে কাজ করেন আইসিসির চার সদস্যের আম্পায়ার্স নির্বাচক কমিটি। যেখানে ছিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর, দুই ম্যাচ রেফারি ডেভিড বুন এবং রঞ্জন মাদুগালে। এছাড়াও আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডিস ছিলেন নির্বাচক প্যানেলে।

আইসিসির আম্পায়ার ও রেফারি প্যানেলের সিনিয়র ম্যানেজার আদ্রিয়ান গ্রিফিথ জানিয়েছেন, এলিট অফিসিয়াল হিসেবে থাকা খুবই চ্যালেঞ্জিং কাজ। আমরা সৌভাগ্যবান কয়েকজন চমৎকার অফিসিয়ালকে পেয়েছি যারা কাজটির চাপ সামলাতে পারেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ধারাবাহিক ভাবে সেটা করে যেতে পারেন।

এবারও আম্পায়ারদের এলিট প্যানেলে নেই বাংলাদেশের কোনো আম্পায়ার। আগের মতোই আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলে আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ, মাসুদুর রহমান, গাজী সোহেল ও তানভীর আহমেদ।

বিজ্ঞাপন

২০১৯-২০২০ মৌসুমের জন্য ম্যাচ অফিসিয়ালদের এলিট প্যানেল:
আম্পায়ার: আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস ইরাসমাস, ক্রিস গ্যাফানি, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, পল রাইফেল, রড টাকার, মাইকেল গফ এবং জোয়েল উইলসন।

ম্যাচ রেফারি: ডেভিড বুন, ক্রিস ব্রড, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফট, রিচি রিচার্ডসন, জাভাগাল শ্রীনাথ।

আইসিসি এলিট প্যানেল আম্পায়ার

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর