Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার প্রাক-মৌসুম টুর্নামেন্টের দলেই নেই গ্যারেথ বেল


৩০ জুলাই ২০১৯ ১৩:২১

গ্যরেথ বেল এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার নাটকের যেন কোনো শেষই নেই। রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান তো সরাসরিই বলে দিয়েছিলেন যতো দ্রুত সম্ভব বেলের মাদ্রিদ ছাড়া উচিৎ। তবে বেল এখনো রিয়াল মাদ্রিদেরই খেলোয়াড় হিসেবে আছেন। চীনে যাওয়ার গুজন জোরাল হলেও শেষ পর্যন্ত সে চূক্তিও ভেস্তে যায়।

জিদান দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন তার দল থেকে অনেকেই চলে যাবেন। আর ইঙ্গিতটা যে বেলের দিকেও ছিল তা নতুন কিছু নয়। প্রাক মৌসুমের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয় রিয়াল। তবে সে ম্যাচে সুযোগ থাকলেও দলের সাথে মাঠে নামেননি বেল। কেবল তাই নয় ম্যাচ শেষে জিদান বলেন বেল এই ম্যাচে খেলতে চায়নি বলেই তাকে মাঠে নামানো হয়নি।

বিজ্ঞাপন

এসময় বেশ জোর গুঞ্জন উঠেছিল বেল যাচ্ছেন চীনে। রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে তিন বছরের চূক্তি করবেন চীনের ক্লাবটির সাথে। তবে সে চূক্তি ভেস্তে যায় কিছুদিনের মধ্যেই। আবারও অনুশীলনে ফেরেন বেল। তবে এবার ‘অদি কাপ’ খেলতে জার্মানি পাড়ি জমিয়েছে রিয়াল মাদ্রিদ। আর সেই দলের সাথে প্লেন ধরেননি বেল।

মঙ্গলুবার (৩০ জুলাই) রাত ১০টায় টটেনহ্যামের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচে খেলার প্রসঙ্গ আরও পরের ব্যাপার দলের সাথেই যাননি গ্যারেথ বেল। স্প্যানিশ গণমাধ্যম জানায় গেল দুই দিন দলের সাথে অনুশীলন করেননি বেল। ইনডোরের সুবিধাগুলোর মাধ্যমে জিমেই অনুশীলন করছেন তিনি।

স্প্যানিশ গণমাধ্যম আরও জানিয়েছে গ্যারেথ বেল কোনো প্রকার অনুশীলনে যোগ দান করেননি। কিন্তু সে ইনজুরিতেও পড়েনি। আবার কোনো প্রকার অস্বস্তিও নেই তার। পুরোপুরি সুস্থ থাকার পরেও বেল দলের সাথে অনুশীলন করেননি।

বিজ্ঞাপন

এবার আর জিদান বেলকে দলের থেকে বাইরে রাখেননি। বেল নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে ‘অদি কাপ’ টুর্নামেন্ট থেকে। আর তাকে ছাড়াই রিয়াল রাতে লড়বে স্পার্সের বিপক্ষে।

গ্যারেথ বেলের সাথে জিদানের যেন স্নায়ু যুদ্ধই চলছে। শেষ পর্যন্ত গ্যারেথ বেল মাদ্রিদেই থাকবেন নাকি পাড়ি জমাবেন অন্য কোনো ক্লাবে। তা নিয়েই ধোঁয়াশা রয়েই গেছে। আর উত্তরে পেতে অপেক্ষা করতে হবে দলবদলের শেষ দিন পর্যন্ত।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন নেইমার

গ্যারেথ বেল চীনে পাড়ি জমাচ্ছেন জিনেদিন জিদান দল বদল রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর