Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ. আফ্রিকায় সিরিজ জিতলো বাংলাদেশের মেয়েরা


২৮ জুলাই ২০১৯ ২২:০২ | আপডেট: ২৯ জুলাই ২০১৯ ০৯:২৪

আন-অফিসিয়াল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরেছিল সফরকারী বাংলাদেশের মেয়েরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এমার্জিং নারী দলকে হারিয়ে সিরিজে সমতায় ফেরে টাইগ্রেসরা। ফাইনালের তকমা পাওয়া সিরিজের শেষ ম্যাচে নিগার সুলতানার দলটি প্রোটিয়াদের উড়িয়ে দিয়েছে। ৩২ বল আর ৯ উইকেট হাতে রেখে ম্যাচ জিতেছে বাংলাদেশ। তাতে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

আগে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া মেয়েরা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৭৬ রান। ৪৪.৪ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাইগ্রেসরা।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার চেট্টি করেন ইনিংস সর্বোচ্চ ৬৩ রান। ওপেনার সিয়ার্লি ৩৫, ব্রিটজ ২৩ এবং দলপতি ডি নিকার্ক করেন ১৭ রান। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ১০ ওভারে ৩২ রান দিয়ে পান তিনটি উইকেট। ১০ ওভারে ২৭ রানে একটি উইকেট নেন নাহিদা আখতার। ১০ ওভারে ৩৪ রান খরচায় দুটি উইকেট পান খাদিজা তুল কুবরা। ৭ ওভারে ২৪ রানের বিনিময়ে একটি উইকেট তুলে নেন শায়লা শারমিন।

১৭৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার মুর্শিদা খাতুন এবং শারমিন আখতার তুলে নেন ৭৫ রান। রানআউট হয়ে ফেরার আগে দারুণ শুরু করা মুর্শিদা ৪৯ বলে ছয়টি বাউন্ডারিতে করেন ৩১ রান। আরেক ওপেনার শারমিন আখতার ১৩৭ বলে ১০টি চারের সাহায্যে করেন অপরাজিত ৮৩ রান। দলপতি নিগার সুলতানা ৮৪ বলে সাতটি বাউন্ডারিতে করেন অপরাজিত ৪৮ রান। শতরানের জুটিতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান শারমিন ও নিগার। ম্যাচ সেরার পুরস্কার ওঠে শারমিন আখতারের হাতে।

টপ নিউজ বাংলাদেশ নারী দল সিরিজ

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর