বেল চীনে যাবেন কী যাবেন না?
২৮ জুলাই ২০১৯ ২২:১৩ | আপডেট: ২৮ জুলাই ২০১৯ ২২:৫১
রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের দলবদলের নাটক জমে উঠেছে। সবকিছুই ঠিকঠাক ছিল। সাপ্তায় ১ মিলিয়ন ইউরো বেতনে চীনের জিয়াংসু সুনিংয়ে আগামী তিন বছর খেলার কথা ছিল গ্যারেথ বেলের। তবে বিবিসি ও মার্কা জানিয়েছে, সর্বশেষ খবর হলো চীনে যাচ্ছেন না বেল!
স্পেনের মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে বেলের চীনে যাওয়ার পরিকল্পনায় বাঁধা দিয়েছেন তার পরিবারের সদস্যরা। বেল চীনে যান এটা চাইছেন না তার পরিবারের কেউই। তারা বেলের এজেন্টকে ইউরোপের কোনও ক্লাবে নতুন ঠিকানা খোঁজার তাগিদ দিয়েছেন।
এর আগে জানা গিয়েছিল বেল চীনে গেলেও তার পরিবারের সদস্যরা থাকবেন ইউরোপে। কিন্তু এবার বেল নিজেই চীনমুখি হচ্ছেন না বলে খবর আসল।
এজেন্ট জোনাথন বার্নেটের মাধ্যমে গত শুক্রবারই চুক্তির প্রাথমিক কাজ সারা হয়ে গিয়েছিল। কিন্তু বিবিসির দাবি মাদ্রিদের পক্ষ থেকেই এই চুক্তি আটকে দেওয়া হয়েছে।
বেল চীনের বদলে ইউরোপের কোনো ক্লাবেই যান সেটা চাইছে রিয়াল মাদ্রিদ। কেননা, চীনে গেলে বেল নিজে বড় অংকের বেতন পেলেও ট্র্যান্সফার ফি বাবদ মাদ্রিদ পাবে না কিছুই। ইউরোপের কোনো ক্লাবে বেলের ঠিকানা হলে সেখান থেকে ট্র্যান্সফার ফি আদায় করবে মাদ্রিদ।
এদিকে মার্কা দাবি করছে চায়নিজ প্রিমিয়ার লিগের দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে যেকোনো কিছুই হতে পারে। কেননা বেলের মন বদলালেও রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান আগের অবস্থানেই আছেন। তিনি চান বেল যেন দ্রুত ক্লাব ছাড়েন।
এবার দেখার পালা বেলের গন্তব্য কোথায় হয়। কে জানে উপযুক্ত ক্লাব না পেলে মাদ্রিদেই থেকে যাবেন হয়ত। কেননা মাদ্রিদের সঙ্গে এখনও তিন বছরের চুক্তি আছে বেলের। সাবেক ক্লাব টটেনহ্যাম হটস্পার, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান বেলের প্রতি আগ্রহ দেখালেও কেউই সাপ্তাহিক বেতন ৬ লক্ষ ইউরো দিতে রাজি নয়। তাই বিভিন্ন ক্লাবের আগ্রহ থাকলেও মাদ্রিদ ছাড়ছেন না বেল।
রিয়াল মাদ্রিদে সাপ্তাহিক ৬ লক্ষ ইউরো বেতনে আরও তিন বছরের চুক্তি আছে ক্লাবটির হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী গ্যারেথ বেলের। এই বেতনের প্রায় দ্বিগুণ, ১ মিলিয়ন ইউরোতে তাকে ক্লাবে ভিড়াতে চায় চাইনিজ সুপার লিগের দল জিয়াংসু।