Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএমসি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব


২৮ জুলাই ২০১৯ ১৪:২০

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের দুটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ ক্রিকেটের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার (২৮ জুলাই) রাজধনীর স্থানীয় এক হোটেলে আনুষ্ঠনিকতার মধ্য দিয়ে এসএমসি ড্রিংকিং ওয়াটার (শিগগিরই বাজারে আসছে) ও স্মাইল বেবি ডায়াপারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি চুক্তিবদ্ধ হন।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই দু’টি পণ্যের জন্য সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে এসএমসি পরিবার গর্বিত ও আনন্দিত।

বিজ্ঞাপন

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিব জানান, নতুন করে এসএমসির পণ্যের কথা বলার কিছু নেই। ছোটোবেলা থেকেই এসএমসির নাম শুনে আসছি। এরকম একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করছি আমাদের পথচলা সুন্দর হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অ্যাম্বাসেডর সাকিব আল হাসান ছাড়াও উপস্থিত ছিলেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের জিএম মার্কেটিং খন্দকার শামীম রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অ্যাম্বাসেডর এসএমসি সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর