বিসিবির বেঁচে গেছে ৫৫ কোটি টাকা
২৮ জুলাই ২০১৯ ০১:০২ | আপডেট: ২৮ জুলাই ২০১৯ ১১:২৬
গেল বছরের বাজেট থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ৫৫ কোটি টাকা বেঁচে গেছে। অর্থাৎ ক্রিকেটের উন্নয়নে দেয়া মোট অর্থের ৫৫ কোটি টাকা উদ্বৃত্ত আছে। এদিকে আগামি অর্থ বছরের জন্য বাজেট ধরা হয়েছে ২৪৩ কোটি টাকা। আর ব্যয় বাবদ রাখা হয়েছে ১৮৮ কোটি।
শনিবার (২৭ জুলাই) বিসিবির কার্যনির্বাহী সভা শেষে সংবাদ মাধ্যমকে এতথ্য দিলেন সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘আমাদের বার্ষিক একটা বাজেট ছিল। ওইটা দেওয়া হয়েছে এবং আমরা সেটা অনুমোদন করেছি। ২০১৯-২০ সালের জন্য রাজস্ব বাজেট রাখা হয়েছে ২৪৩ কোটি টাকা এবং এক্সপেন্ডিচার বাজেট করা হয়েছে ১৮৮ কোটি টাকা। এ বছর আমাদের যে বাজেট ছিল তাঁর চেয়ে রেভিউনিউ বাজেটের চেয়ে আমরা বেশি পেয়েছি। আমাদের যে খরচের বাজেট ছিল তার চেয়ে আমরা কম খরচ করেছি। আমরা ২৫-৩০ কোটি টাকা সারপ্লাস করেছি। ৫৫ কোটি টাকা আমাদের বেঁচে গেছে। আমরা খরচ করি নাই, মানে সেভিংস হয়েছে।’
আরও পড়ুন: গতি পাচ্ছে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের কাজ