Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরে বিপিএলের সপ্তম আসর


২৭ জুলাই ২০১৯ ২০:১৮

এক বছরে দুই বিপিএল উপহার দিচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পর্দা নেমেছে বিপিএল ষষ্ঠ আসরের, যার শুরুটা হয়েছিল ৫ জানুয়ারি। ফলে সপ্তম সংস্করণের জন্য ভক্তদের অপেক্ষা করতে হচ্ছে ৯ মাস। চলতি বছরের ডিসেম্বরে আবার মাঠে গড়াবে বিপিএল।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩ ডিসেম্বর। আর খেলা মাঠে গড়াবে ৬ ডিসেম্বর।

শনিবার (২৭ জুলাই) বিসিবির কার্যনির্বাহী সভা শেষে সংবাদ মাধ্যমকে এতথ্য দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন জানান, বিপিএল সপ্তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান ৩ তারিখে। আর টুর্নামেন্ট শুরু হবে ৬ ডিসেম্বর।

এক বছরে দুই বিপিএল আয়োজনের খবরটি অবশ্য চাউর হয়েছিল ষষ্ঠ আসরের আগেই। কিন্তু টুর্নামেন্টের ব্যয়ের বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে ফ্র্যাঞ্চাইজিদের ভেতরে মতদ্বৈত্যতা দেখা দিয়েছিল। তবে ফ্র্যাঞ্চাইজিদের মতদ্বৈত্যতা শেষ পর্যন্ত সপ্তম আসর আয়োজনে কোন প্রভাব ফেলেনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর