Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোথায় থিতু হবেন দিবালা?


২৭ জুলাই ২০১৯ ১৫:১৫

কোপা আমেরিকায় খেলে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড পাউলো দিবালা এখনও যোগ দেননি ইতালির ক্লাব জুভেন্টাসে। গত মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো জুভিদের দলে যোগ দেওয়ায় খুব ম্যাচেই জ্বলে উঠতে দেখা গেছে দিবালাকে। নিজের পছন্দের পজিশনে ছায়া হয়েই কাটিয়েছেন। চার মৌসুম তুরিনের বুড়িদের সার্ভিস দিলেও নতুন মৌসুম শুরুর আগে ইতালির বাইরের কোনো ক্লাবে খেলতে আগ্রহী দিবালা।

এদিকে, দিবালাকে নিয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আগ্রহ আছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যামের। এই সপ্তাহেই জানা যাবে কোথায় থিতু হচ্ছেন আর্জেন্টাইন এই তরুণ ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

জুভেন্টাসের কোচের দায়িত্বে এসেছেন মাউরোসিও সারি। নতুন কোচের অধীনে দিবালা নিজের পজিশনে কতটুকু সফল হবেন সেটা নিয়েও শঙ্কা থাকছে। জুভেন্টাসের টিম ম্যানেজমেন্টও চাইছে না দিবালাকে রেখে দিতে। এরই মধ্যে জুভিরা অদল-বদলের প্রস্তাব পাঠিয়েছে ইউনাইটেডের কাছে। তারা বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকুকে নিয়ে দিবালাকে দিতে চাইছে। আর ৭৫ মিলিয়ন ইউরোতে দিবালাকে দলে ভেড়ানোর আগ্রহের কথা জানিয়েছে টটেনহ্যাম।

চার মৌসুমে ধরে জুভেন্টাসে খেলা দিবালার গত মৌসুমটা একেবারেই ভালো যায়নি। স্বদেশী গঞ্জালো হিগুয়েনের সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত খেলা এই আর্জেন্টাইন রোনালদোর সঙ্গে জুটি বেঁধে নিজেকে হারিয়ে খুঁজেছেন। নিয়মিত একাদশে জায়গা পেতে লড়াই করতে হয়েছিল। গত লিগে মাত্র ১০ গোল করেছেন পুরো মৌসুমে।

জুভেন্টাস টটেনহ্যাম পাউলো দিবালা ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর