Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাতলেটিকোর কাছে বিধ্বস্ত রিয়াল


২৭ জুলাই ২০১৯ ০৭:৫৫

প্রাক মৌসুম চ্যাম্পিয়ন্স কাপের প্রথম পর্বে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। প্রাক মৌসুমের ম্যাচ খেলতে রিয়াল মাদ্রিদ এখন অবস্থান করছে আমেরিকার নিউ জার্সিতে। মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ছয়টায় মুখোমুখি হয় দুই দল। ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৭-৩ গোলের ব্যবধানে হারিয়েছে অ্যাতলেটিকো।

ম্যাচের শুরু থেকেই রিয়ালকে পাত্তা দেয়নি অ্যাতলেটিকো। খেলা শুরুর এক মিনিটেই ডিয়েগো কস্টার গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো। এরপর যেন রিয়ালকে নিয়ে এক প্রকার ছেলে খেলা করতে থাকে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন কস্টা। প্রথম ৪৫ মিনিটেই রিয়ালের জালে পাঁচ গোল দেয় অ্যাতলেটিকো।

বিজ্ঞাপন

বেনফিকা থেকে অ্যাতলেটিকোর রেকর্ড সাইনিং জাও ফেলিক্স করেন দ্বিতীয় গোল। এরপর ২৮ এবং ৪৫ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন কস্টা। আর ম্যাচের তৃতীয় গোল করেন অ্যাঞ্জেল কোরেরা ১৯ মিনিটে।

দ্বিতীয়ার্ধে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে শুরু করে অ্যাতলেটিকো। ম্যাচের ৫১ মিনিটে গোল নিজের চতুর্থ এবং দলের ষষ্ঠ গোল করেন কস্টা। এরপর যদিও রিয়ালের হয়ে এক গোল পরিশোধ করেন ডিফেন্ডার নাচো ফার্নান্দেজ।

আর ম্যাচের ৬৪ মিনিটে দুই দলই ১০ জনের দলে পরিণত হয়। অ্যাতলেটিকোর ডিয়েগো কস্টা আর রিয়াল মাদ্রিদের ড্যানি কার্ভাহাল লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। তবে এতে অ্যাতলেটিকোর গোল বন্যা থেমে থাকেনি। ম্যাচের ৭০ মিনিটে ভিতোলো দলের হয়ে সপ্তম গোল করে লজ্জায় ডোবায় রিয়ালকে।

শেষদিকে খেলার ৮৫ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালের হয়ে গোল করেন করিম বেঞ্জেমা। আর ৮৮ মিনিটে রিয়ালের হয়ে জ্যাভিয়ের হার্নান্দেজ আরও গোল করলে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ৭-৩ গোলের ব্যবধানে হারে রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স কাপ প্রাক মৌসুম রিয়াল মাদ্রিদ- অ্যাতলেটিকো মাদ্রিদ