Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবম হয়েই ক্যারিয়ারের ইতি মালিঙ্গার


২৭ জুলাই ২০১৯ ০৪:১৩

বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের শেষে ক্রিকেটের ইতিহাসের সেরাদের কাতারে থেকেই শেষ করলেন এই লঙ্কান পেসার। ২০০৪ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক ঘটে মালিঙ্গার, আর শেষটা ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে।

সিরিজ শুরুর আগেই জানিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষের প্রথম ম্যাচ খেলেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাবেন তিনি। তাই তো প্রেমাদাসা স্টেডিয়াম সেজেছিল মালিঙ্গার রঙে। অবসর বেলাতেও রেকর্ড গড়ে শেষ করলেন ঝাঁকড়া চুলের অধিকারী এই পেসার। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের নবম সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবেই ইতি টানলেন মালিঙ্গা।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে নামের পাশে ছিল ৩৩৫টি উইকেট। তার ঠিক সামনে নবম স্থানে দাঁড়িয়ে ভারতীয় কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। তাকে টপকাতে হলে মালিঙ্গার প্রয়োজন আরও কমপক্ষে ৩টি উইকেট। ম্যাচে নিজের তৃতীয় শিকার মোস্তাফিজুর রহমানের উইকেট তুলে নিয়ে টপকে গেলেন কুম্বলেকে। আর বনে গেলেন ওয়ানডের ইতিহাসের নবম সর্বোচ্চ উইকেট শিকারি। ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার ওপরে অবস্থান করছেন মালিঙ্গারই স্বদেশী কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। কিংবদন্তি মুরালিধরন তার ক্যারিয়ারে নিয়েছেন ৫৩৪টি উইকেট।

তবে কেবল পেসারদের তালিকা করলে মালিঙ্গা উঠে আসবেন সপ্তম স্থানে। সর্বোচ্চ উইকেট শিকারি পেসারদের এই তালিকায় তার ঠিক ওপরে আছেন সাবেক অজি পেসার ব্রেট লি। আর তালিকার শীর্ষে আছেন পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। এই পাকিস্তানি পেসারের নামের পাশে আছে ৫০২টি উইকেট। সব মিলিয়ে তিনি ওয়ানডের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। আর আগে আছেন কেবল মুরালিধরন। পেসারদের তালিকার সপ্তম স্থানে থাকা মালিঙ্গার সংগ্রহ ৩৩৮টি উইকেট। ২২৬ ম্যাচের ২২০টি ইনিংসে বল হাতে এই উইকেট সংগ্রহ করেন তিনি।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কান বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও মালিঙ্গা। তার আগে আছেন কেবল মুরালি এবং চামিন্দা ভাস। দ্বিতীয় স্থানে থাকা ভাসের সংগ্রহ ৩২২ ম্যাচে ৪০০ উইকেট।

আরও পড়ুন: ৮ রানের অপেক্ষায় থাকলেন মুশফিক

নবম বোলার পেসার বাংলাদেশ-শ্রীলঙ্কা লাসিথ মালিঙ্গা সপ্তম পেসার সর্বোচ্চ উইকেট শিকারি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর