৮ রানের অপেক্ষায় থাকলেন মুশফিক
২৬ জুলাই ২০১৯ ২৩:১৩ | আপডেট: ২৭ জুলাই ২০১৯ ১১:২০
বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফর দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে নেমে ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ইনিংসে ব্যাটিং করলেন মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবল খ্যাত টাইগারদের এই মিডলঅর্ডার আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন।
এই সিরিজে বিশ্রামে আছেন সাকিব আল হাসান আর ব্যক্তিগত কারণে ছুটিতে আছেন লিটন দাস। ইনজুরির কারণে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা আর মোহাম্মদ সাইফউদ্দিন। সিরিজে অধিনায়কত্ব করছেন তামিম ইকবাল।
লঙ্কান সিরিজের প্রথম ম্যাচের মধ্য দিয়ে মুশফিক খেললেন নিজের ২১৪তম ম্যাচ। নিজের ২০০তম ইনিংস খেলা মুশি দাঁড়িয়েছিলেন ওয়ানডে ক্যারিয়ারে ছয় হাজার রান পূর্ণ করার সামনে। এই ম্যাচের আগে মুশফিক ১৯৯ ইনিংসে ব্যাট হাতে নেমে ৩৫.৫৯ ব্যাটিং গড়ে করেছেন ৫৯২৫ রান। নামের পাশে ছিল ৩৫টি অর্ধশতক এবং ৭টি শতক। ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ রান ১৪৪, আর এই সর্বোচ্চ রান করেছিলেন লঙ্কানদের বিপক্ষেই।
লঙ্কানদের বিপক্ষে আর মাত্র ৭৫ রান করতে পারলেই ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন মুশি, এমন পরিসংখ্যান মিলিয়ে দেওয়া হয়নি। লঙ্কানদের বিপক্ষে ৩১৫ রানের টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে চার নম্বরে নামা মুশফিক ওয়ানডে ক্যারিয়ারের ৩৬তম ফিফটি পূর্ণ করেন। ইনিংসের ৩৯তম ওভারে দলীয় ১৯৯ রানের মাথায় বিদায় নেন মুশফিক। তার আগে ৮৬ বলে পাঁচটি বাউন্ডারিতে করেন ৬৭ রান। তাতে ৬ হাজার ওয়ানডে রান স্পর্শ করা হয়নি মুশির।
আগামী ২৮ জুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে ৮ রান করতে পারলেই মুশফিকের নামের পাশে জমবে ৬ হাজার রান। সেই অপেক্ষায় থাকতে হবে মুশফিককে।