ওয়ানডেতে টাইগারদের ১৪তম অধিনায়ক তামিম
২৬ জুলাই ২০১৯ ১৪:৫৫
ইনজুরির কারণে শ্রীলঙ্কা সিরিজে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক মাশরাফির। টানা ক্রিকেটের ধকল সামলাতে সহ-অধিনায়ক সাকিব এই সিরিজে বিশ্রামে থাকছেন। বাধ্য হয়েই নতুন কাউকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে বেছে নেওয়া হয় তামিম ইকবালকে। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন তামিম।
শুক্রবার (২৬ জুলাই) স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস করতে নেমে তামিম নাম লেখালেন নতুন এক অধ্যায়ে। চাচা আকরাম খান, বড় ভাই নাফিস ইকবালদের হাত ধরে জাতীয় দলে আসা তামিম নিজের জায়গাটি পাকা করেছেন। সবশেষ হলেন জাতীয় দলের ১৪তম ওয়ানডে অধিনায়ক। জাতীয় দলকে এই প্রথমবার ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া তামিম ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই অধিনায়ক ছিলেন। ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটা দলের অধিনায়ক।
২০১৬-১৭ মৌসুমে টেস্টে তামিম জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে একটি ম্যাচেই মাত্র অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন তামিম, ম্যাচটি হেরেছিল বাংলাদেশ।
তামিমের হাত ধরে বাংলাদেশ পেয়ে গেল ১৪তম ওয়ানডে অধিনায়ক। ১৯৮৬-৯০ পর্যন্ত দেশের প্রথম ওয়ানডে অধিনায়ক ছিলেন গাজী আশরাফ। তার নেতৃত্বে বাংলাদেশ খেলেছিল ৭টি ওয়ানডে ম্যাচ। এরপর ১৯৯০ সালে দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। ১৯৯৫-৯৮ পর্যন্ত অধিনায়ক ছিলেন আকরাম খান। ১৯৯৮ সালে নেতৃত্বে পরিবর্তন এলে দেশের চতুর্থ ওয়ানডে অধিনায়ক হিসেবে আকরামের স্থলাভিষিক্ত হন আমিনুল ইসলাম বুলবুল। তিনি লাল-সবুজদের নেতৃত্ব দিয়েছিলেন ১৫ ওয়ানডেতে।
এরপর নাইমুর রহমান দুর্জয় (২০০০-০১, ৪ ম্যাচ), খালেদ মাসুদ পাইলট (২০০১-০৬, ৩০ ম্যাচ), খালেদ মাহমুদ সুজন (২০০৩, ১৫ ম্যাচ), হাবিবুল বাশার সুমন (২০০৪-০৭, ৬৯ ম্যাচ), রাজিন সালেহ (২০০৪, ২ ম্যাচ), মোহাম্মদ আশরাফুল (২০০৭-০৯, ৩৮ ম্যাচ), সাকিব আল হাসান (২০০৯-১৫, ৫০ ম্যাচ), মুশফিকুর রহিম (২০১১-১৪, ৩৭ ম্যাচ) এবং মাশরাফি (২০১১-বর্তমান, ৭৩ ম্যাচ) জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করেন। ১৪তম ওয়ানডে দলপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তামিম।
বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ইতিহাসের প্রথম অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়। তিনি ৭ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। এরপর আরও ৯ জন ভিন্ন অধিনায়ক পেয়েছে বাংলাদেশ। খালেদ মাসুদ পাইলট ১২ ম্যাচে, খালেদ মাহমুদ সুজন ৯ ম্যাচে, হাবিবুল বাশার সুমন ১৮ ম্যাচে, মোহাম্মদ আশরাফুল ১৩ ম্যাচে, মাশরাফি ১ ম্যাচে, সাকিব ১৩ ম্যাচে, মুশফিকুর রহিম ৩৪ ম্যাচে, তামিম ১ ম্যাচে আর মাহমুদউল্লাহ রিয়াদ ৬ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।
টি-টোয়েন্টির ইতিহাসে বাংলাদেশ পেয়েছে ভিন্ন ছয় অধিনায়ককে। টি-টোয়েন্টিতে ২০০৬ সালে বাংলাদেশ প্রথমবার খেলেছিল শাহরিয়ার নাফিসের নেতৃত্বে। একটি ম্যাচেই নেতত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন নাফিস। মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে বাংলাদেশ খেলেছিল ১১টি ম্যাচ। এছাড়া, সাকিব ১৪ ম্যাচে, মুশফিকুর রহিম ২৩ ম্যাচে, মাশরাফি ২৮ ম্যাচে, মাহমুদউল্লাহ রিয়াদ ৫ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন।
শুক্রবার (২৬ জুলাই) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ এবং ৩১ জুলাই। দিবারাত্রির তিনটি একদিনের ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোতে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের সবক’টি ম্যাচ সরাসরি দেখা যাবে র্যাবিটহোলের ওয়েবসাইটে।
অধিনায়ক গাজী টিভি টপ নিউজ তামিম ইকবাল বাংলাদেশ-শ্রীলঙ্কা র্যাবিটহোল