টিম বিজেএমসির দ্বিতীয় বলির শিকার আরামবাগ
২৪ জুলাই ২০১৯ ২১:১০ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ২১:২০
ঢাকা: টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসরে এবার অবনমন শঙ্কার জোনে অবস্থান করছে টিম বিজেএমসি। পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানিতে থাকা দলটির জয় ছিল মাত্র একটি। সেটা শেখ জামালের বিপক্ষে। জুন মাসে। বাকী ৫ ম্যাচে ড্র আর ১৫টি ম্যাচ হারা দলটি তুলে নিয়েছে তাদের দ্বিতীয় জয় আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে।
নোয়াখালির ভুলু স্টেডিয়ামে আরামবাগকে ১-০ ব্যবধানে হারিয়েছে টিম বিজেএমসি। লিগে এটা তাদের দ্বিতীয় জয়।
এর আগে লিগের প্রথম পর্বে বিজেএমসি ২-১ ব্যবধানে হেরেছিল আরামবাগের কাছে।
আজকের ম্যাচে ইলিয়াসের পাস থেকে ওটাবেকের একমাত্র গোলে জয় পায় ওটাবেক। ম্যাচ শেষে অবশ্য লাল কার্ড দেখে বিদায় নিতে হয়েছে বিজেএমসির অধিনায়ক কিংসলে ওশিওকাকে। তবে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
আজকের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে পয়েন্ট খুইয়েছে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র হলে পয়েন্ট ভাগাভাগি করে দু’দল।
এ জয়ে যদিও খুব বেশি উপকার হয়নি টিম বিজেএমসির। ২২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তলানিতে তারা। অন্যদিকে ৩০ পয়েন্ট নিয়ে পাঁচে আরামবাগ।
সারাবাংলা/জেএইচ