Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার হেনস্থার শিকার ওয়াসিম আকরাম


২৪ জুলাই ২০১৯ ১৩:৩০ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ১৩:৩৯

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ধারাভাষ্যকার প্যানেলের অন্যতম একজন ছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ইংল্যান্ড থেকে ফেরার পথে ম্যানচেস্টার এয়ারপোর্টে হেনস্থার শিকার হয়েছেন এয়ারপোর্ট নিরাপত্তাবাহিনীর দ্বারা।

৫৩ বছর বয়সী ওয়াসিম আকরাম বেশ আগে থেকেই ডায়াবেটিসে ভুগছেন। আর এ কারণেই সাথে ইনসুলিন রাখেন তিনি। আর ম্যানচেস্টারের এয়ারপোর্টে বাধ সেজেছে এই ইনসুলিনই। এয়ারপোর্ট নিরাপত্তা কর্মীরা তাকে বাধ্য করেছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যাগ থেকে ইনসুলিন বের করতে। এবং তা প্লাস্টিক ব্যাগে ভরে ফেলে দিতে।

বিজ্ঞাপন

আর এর জন্য ম্যানচেস্টারের এয়ারপোর্টের নিরাপত্তাবাহিনীদের এক হাত নিলেন আকরাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আকরাম টুইট করে বলেন, ‘আমি বিশ্বের অনেক দেশে ভ্রমণ করি। কিন্তু কখনোই এমন ব্যবহারের শিকার হইনি। আমি ম্যানচেস্টারের এয়ারপোর্টের ওদের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছি। আমি সাথে সব সময় ইনসুলিন রাখি। তারা আমাকে বাধ্য করেছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যাগ থেকে ইনসুলিন বের করে বাইরে ফেলে দিতে। সেই সাথে আমাকে বেশ বাজে ভাবে জেরাও করেছে।’

আকরাম আরও বলেন, ‘আমি ক্রিকেটার বলে আমাকে আলাদা সম্মান করবে এমন কখনো চাইনি। তবে এয়ারপোর্টে সাধারণ মানুষের সাথে ব্যবহারের একটু নূন্যতম বিধি থাকা উচিৎ। মানুষে নিরাপত্তার বিষয়টি জানি, তবে তারমানে এই না যে সাধারণ মানুষকে এভাবে হেনস্থার শিকার হতে হবে।’

আরও পড়ুন: লঙ্কা সিরিজে অভিজ্ঞ শফিউল

সারাবাংলা/এসএস

ওয়াসিম আকরাম কিংবদন্তি পেসার ম্যানচেস্টার এয়ারপোর্ট হেনস্থার শিকার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর