Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার বেলকে প্রশংসায় ভাসালেন জিদান


২৪ জুলাই ২০১৯ ১০:২১

রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল এবং ম্যানেজার জিনেদিন জিদানের সম্পর্কটা যে ভাল যাচ্ছে না, তা নতুন কিছু নয়। সংবাদ সম্মেলনে জিদান সরাসরিই বলে দিয়েছেন বেলের ক্লাব ছাড়ার কথা। তবে এ নিয়ে বেল কিছু না বললেও, তার এজেন্ট ঠিকই জিদানের সমালোচনায় মগ্ন হয়েছেন।

সংবাদ সম্মেলনে কাঁদা ছোড়াছুঁড়ি চলছে দু’পক্ষ থেকেই। তবে এবার যেন এই পথ থেকে কিছুটা সরে এসেছেন জিজু। আর্সেনালের বিপক্ষে প্রাক মৌসুম ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত টাই ব্রেকারে ম্যাচ জিতে নেয় রিয়াল। ম্যাচে রিয়াল ২-০ তে পিছিয়ে পড়ে, আর রিয়ালের হয়ে প্রথম গোল করেন গ্যারেথ বেল।

বিজ্ঞাপন

                        পড়ুন: প্রাক মৌসুমে রিয়াল পেল প্রথম জয়

গোল করা ছাড়াও দ্বিতীয়ার্ধে দারুণ খেলেন গ্যারেথ বেল। আর ম্যাচ শেষে তাই তো বেলের প্রশংসা করতে ভুললেন না জিদান। বেল সম্পর্কে জিদান বলেন, ‘বেল দারুণ খেলেছে। আমি ওর পারফরম্যান্সে অনেক খুশি। আজকে বেল খেলেছে কারণ ও খেলতে চেয়েছিল কিন্তু আগের দিন খেলতে চায়নি।’

বেল রিয়াল ছাড়ছেন এই মৌসুমেই, গুঞ্জন উঠেছে বেশ জোরালো ভাবেই। এ সম্পর্কে জিজু বলেন, ‘আমি জানি না আসলে কি হবে। এটি দেখার দায়িত্ব বোর্ডের। বেল সাধারণ ভাবে অনুশীলন করেছে বলে সে খেলেছে। দলের বাকিদের মতো ওর সাথেও আমার সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি।’

আরও পড়ুন: নিষেধাজ্ঞার সাথে জরিমানাও গুণতে হচ্ছে মেসিকে

সারাবাংলা/এসএস

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কাপ গ্যারেথ বেল জিনেদিন জিদান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর