Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাক মৌসুমে রিয়াল পেল প্রথম জয়


২৪ জুলাই ২০১৯ ০৯:৪২ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০৯:৪৪

আমেরিকার ফেডেক্স ফিল্ড স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের দ্বিতীয় ম্যাচে আর্সেনালের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। প্রাক মৌসুমের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হারলেও এই ম্যাচে জয়ে ফিরেছে রিয়াল। নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দল ২-২ গোলে ড্র করে। তবে শেষ পর্যন্ত টাই ব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে নেয় রিয়াল।

ম্যাচের খেলা চলছে তখন আট মিনিটের। গ্র্যানিট শাকার বাড়ানো বল পেয়ে নাভাসকে বোকা বানিয়ে গোল মুখে শট নেয় আলেক্সান্ডার লাকাজেথ। তবে বলটি ঠিক গোল লাইন থেকে ফিরিয়ে দেন রিয়াল ডিফেন্ডার নাচো ফারনান্দেজ। রেফারি রিপ্লে থেকে দেখেন, বলটি ঠেকাতে নাচো হাত ব্যবহার করেছে। এরপর নাচোকে লাল কার্ড আর আর্সেনালকে পেনাল্টি উপহার দেন রেফারি। স্পট কিক থেকে গোল করতে কোনো ভুল করেননি লাকাজেথ।

বিজ্ঞাপন

এরপর ১০ জনের দলে পরিণত হওয়া রিয়ালকে চেপে ধরে গানার্সরা। ম্যাচের ২৪ মিনিটে গানার্সদের লিড দ্বিগুণ করেন পেইরি এমরিক অবমেয়ং। তবে ম্যাচের ৪০ মিনিটে মদ্রিচকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের ডিফেন্ডার সক্রেটিস। ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্সেনাল।

দ্বিতীয়ার্ধে দুই দলই ১০ জনের দল নিয়েই মাঠে নামে। আর রিয়াল মাদ্রিদ নিজেদের স্বরূপে ফিরে আসে। দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন গ্যারেথ বেল এবং মার্কো এসেন্সিও। ম্যাচের ৫৭ মিনিটে গোল করেন বেল, আর ৫৯ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান মার্কো এসেন্সিও। তবে ৬৫ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় এসেন্সিওকে। রিপোর্ট বলছে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে এসেন্সিওকে।

বিজ্ঞাপন

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ২-২ গোলে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। টাই ব্রেকারে রিয়ালের হয়ে ইস্কো,ভারান এবং ভিনিসিয়াস গোল করেন। আর গোলকিপার থিবো কোর্তোয়া একটি শট ঠেকিয়ে দেন। আর শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুট আউটে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় লস ব্ল্যাঙ্কোসরা।

আরও পড়ুন: রেফারিং নিয়ে মন্তব্য করায় জামাল ভূঁইয়াকে শোকজ

সারাবাংলা/এসএস

আর্সেনাল-রিয়াল মাদ্রিদ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কাপ এডেন হ্যাজার্ড গ্যারেথ বেল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর