নোফেলকে উড়িয়ে জয়ে ফিরলো সাইফ
২৩ জুলাই ২০১৯ ১৯:৫৯ | আপডেট: ২৩ জুলাই ২০১৯ ২১:৫০
ঢাকা: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর কাছে বিধ্বস্ত হওয়ার পর পরের ম্যাচেই জয়ে ফিরেছে সাইফ স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৩তম সপ্তাহে নোফেলকে হারিয়েছে সাইফ।
মঙ্গলবার (২৩ জুলাই) নোয়াখালির শহীদ ভুলু স্টেডিয়ামে স্বাগতিক নোফেলকে ৩-০ ব্যবধানে হারিয়ে ২২তম ম্যাচটি জিতে নিয়েছে সাইফ।
এর আগে লিগের প্রথম পর্বে নোফেলকে ১-০ ব্যবধানে হারিয়েছিল সাইফ শিবির।
আজকের ম্যাচের শুরু থেকেই যেন জয়ের ক্ষুধায় পেয়ে বসেছিল সাইফকে। ৪ মিনিটে জকিরবের পাস থেকে কর্দোবার দারুণ ফিনিশিংয়ে লিড নেয় সাইফ। প্রথমার্ধে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধেও লিড ধরে রাখে জোনাথন ম্যাকেন্সট্রির শিষ্যরা।
ম্যাচের ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সাইফ। রহিম উদ্দীনের পাস থেকে মোহাম্মদ ফাহিমের গোলে ব্যবধান ২-০ করে ফেলে সফরকারিরা। ৭০ মিনিটে ম্যাচের শেষ পেরেকটিও ঠুকে দেয় সাইফ। এবার সাজ্জাদ হোসেনের পাস থেকে জকিরবের গোল। এই ব্যবধানেই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সাইফ শিবির।
এ জয়ে ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চারে সাইফ। সমসংখ্যক ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে অবনমন শঙ্কার জোনে নোফেল।
এদিকে, অন্য ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন। এই ড্রয়ে পয়েন্ট টেবিলের ১১ তম স্থানে উঠে আসলো ব্রাদার্স। ২২ ম্যাচে ১৯ পয়েন্ট তাদের। অন্যদিকে ২০ পয়েন্ট নিয়ে দশে রহমতগঞ্জ।
সারাবাংলা/জেএইচ
নোফেল স্পোর্টিং ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সাইফ স্পোর্টিং ক্লাব