Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষুদে ভক্তের সাথে ফুটবল খেললেন মেসি


২৩ জুলাই ২০১৯ ১৩:৫৩

জাতীয় দলের কোপা আমেরিকার মিশন শেষ করে ছুটিতে আছেন লিওনেল মেসি। ক্লাবের অন্যান্য সতীর্থরা অনুশীলনে ফিরেছেন বেশ আগেই, সেই সাথে প্রাক মৌসুম প্রীতি ম্যাচও খেলবে দল। তবে লিওনেল মেসি খেলবেন না সে ম্যাচে। এখনো ছুটি কাটাচ্ছেন লিও। আর এই ছুটিতেই ক্ষুদে ভক্তের সাথে সমুদ্র সৈকতে ফুটবল খেললেন মেসি।

অ্যান্টিগায় এগারো বছরের ম্যাকেঞ্জি ওনিল লন্ডন থেকে পরিবারের সাথে ছুটি কাটাতে এসেছে। সাধারণ বাচ্চাদের মতোই বল নিয়ে সমুদ্র সৈকতে খেলছিল ম্যাকেঞ্জি। তার থেকে কিছুটা দূরে কয়েকজন তার মতোই খেলছিল ফুটবল। একটু পর ম্যাকেঞ্জির দিকে বল ছুঁড়ে দেয় সেই ভিড় থেকে কেউ একজন। আর বলে, ‘আমাদের সাথে খেলবে? তাহলে চলে এসো।’

বিজ্ঞাপন

বল পায়ে নিয়ে কিছুটা এগিয়ে গিয়ে স্তম্ভিত হয়ে যায় ম্যাকেঞ্জি। কারণ, যারা ফুটবল খেলছে ওই কয়েজনের মধ্যে একজনকে বেশ ভাল করেই চেনে সে। আর ওই ব্যক্তিটিই ছিলেন লিওনেল মেসি। তার সাথে আরও ছিল মেসির বাবা হোর্হে মেসি, আর সন্তান থিয়াগো মেসি।

আর এরপর মেসির সাথে ফুটবল খেলার ভিডিওটা সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে যায়। এরপর ওই ক্ষুদে ভক্তকে উত্তর দিতে হয়েছে অনেক সাংবাদিককেও। সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে ম্যাকেঞ্জি বলে, ‘আমি বিশ্বাস করতে পারিনি যে মেসির সাথে ফুটবল খেলছি। থিয়াগো দারুণ ফুটবল খেলে। এত কম বয়সেও সে অসাধারণ খেলে। আর সে নির্দ্বিধায় আমার সাথে খেলছিল।’

কেবল মেসির সাথে ফুটবল খেলেই শেষ হয়নি ম্যাকেঞ্জির স্বপ্ন। সে জানায়, ‘ফুটবল খেলা শেষে, মেসি আমাকে কাঁধে করে সমুদ্রেও নিয়ে গিয়েছিল। আর আমার সাথে তখন থিয়াগোও ছিল।’ তবে ভাষাগত সমস্যার কারণে মেসির সাথে খুব বেশি কথা বলতে পারেনি ম্যাকেঞ্জি। মেসির স্ত্রী অবশ্য ম্যাকেঞ্জি এবং মেসির জন্য দোভাষী হিসেবে কাজও করেছেন। এতে মেসির সাথে কিছুটা কথা বলতে পেরেছে ম্যাকেঞ্জি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন রোনালদো

সারাবাংলা/এসএস

অ্যান্টিগায় ভক্তের সাথে ফুটবল লিওনেল মেসি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর