Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেলের দেশে ম্যাজিক দেখাচ্ছেন বাংলাদেশের ফুটবলার (ভিডিও)


২১ জুলাই ২০১৯ ২১:১৭

ঢাকা: ব্রাজিল সরকারের সহায়তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এক মাসের অনুশীলনের জন্য চার প্রতিভাবান বাংলাদেশি ফুটবলার এখন ব্রাজিলে অবস্থান করছেন। ‍উদীয়মান চার কিশোর ফুটবলার সেদেশের সোসিয়াদে স্পোর্টিভা দা গামা ক্লাবের অনূর্ধ্ব-২০ দলের হয়ে অনুশীলন করে চলছেন। সুযোগ পেয়ে ম্যাজিকও দেখাচ্ছেন ফুটবলাররা।

পেলে-নেইমারের দেশে অনুশীলনের সুযোগ পেয়ে সেটা কাজেও লাগাচ্ছেন লাল-সবুজের চার প্রতিনিধি ফুটবলার জগেন লাকরা, লতিফুর রহমান নাহিদ, ওমর ফারুক মিঠু ও নাজমুল আকন্দ।

বিজ্ঞাপন

তাদের মধ্যে শনিবার যেমন বোটা ফগো ডি এফের হয়ে মাঠে নেমেই গোল করেছেন ওমর ফারুক মিঠু। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও বগলদাবা করেছেন দলের এই নাম্বার সেভেন।

https://www.facebook.com/373473096615942/videos/470451460418948/?__tn__=kCH-R&eid=ARDvt7MLNIq7I5KB6qeYADnSnT–LKFQqIzVQFv0SRCpKTfIHyTCvaSEL8-UAoKwFKuP2lLIz3IS3xs8&hc_ref=ARSuE6QlaiFhuVJAkpObgIFiK4dmkuLARer0LInmpQMkLCpT-cHUL5kfHR1Dcq8u5P0&fref=nf&__xts__[0]=68.ARC8waQnm5l_ADen2vwFel3X2u7vuqclD0fKmlqicnkEZLmoy-mLgpT9MMN3Cr1Vd9zKoARtqvodTmSCGDjlL-ez0DIfOyptapjQfcEzOIMol8HNY1BKVVOiDArMO7o-kSEjY8hYw7s8hV922xw1bCGCNy-mmM7x26hDpeJ9GiZICLkABqQY4ev4H-fV5yraafKE1jt4YfYSNTyigCrF1sDoZyQwV7y4o_XSYV9VP4Px_44vojd2U_Kiq4D6g80IY-InMeQIAvbApJwTNeq1hM5lyne2gsbJYbhZwdKe7a0crWyg61CrYRebTmWu5687VSMUxfSzFtfUqvVC_zRkHs7bm28ReHk2pYLK

দেশের চার ফুটবলার জগেন লাকরা, লতিফুর রহমান নাহিদ, ওমর ফারুক মিঠু ও নাজমুল আকন্দ এদিন মাঠে নেমেছিলেন। প্রথম দুজন অনূর্ধ্ব-১৫ এবং বাকি দুজন অনূর্ধ্ব-১৭ বিভাগের। দেশের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন এই চার মেধাবী ফুটবলার।

সারাবাংলা/জেএইচ

পেলে ফুটবলার বাংলাদেশের ফুটবলার ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর